কলকাতা ব্যুরো : মুক্তি পেল সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’। এই ছবিটি দিসনে এবং হটস্টার অ্যাপ -এ মুক্তি পেয়েছে গতকাল। সুশান্ত এবং সঞ্জনা সঙ্গী এই ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। ছবির নির্দেশক মুকেশ চাব্রা। এটি মুকেশের প্রথম নির্দেশনা। ছবিটি জন গ্রিনের নভেল ‘The Fault in Our Star’ -র গল্প অবলম্বনে তৈরি। দু’জন ক্যান্সার আক্রান্ত রোগীর একে অপরকে ভালোবাসার কাহিনীর ওপরই তৈরি হয়েছে ছবিটি।মুক্তি পেল সুশান্ত সিংহ রাজপুত এর শেষ ছবি দিল বেচারা। এই ছবিটি দিসনে এবং হটস্টার অ্যাপ এ মুক্তি পে য়েছে গতকাল। সুশান্ত এবং সঞ্জনা সঙ্গী এই ছবিটির মুখ্য চরিত্রে অভনয় করেছেন। ছবির নির্দেশক মুকেশ চাব্রা। এটি মুকেশ এর প্রথম নির্দেশনা। ছবিটি জন গ্রীন এর নভেল The Fault in Our Star এর গল্প অবলম্বনে তৈরি। দুটি ক্যান্সার রোগগ্রস্ত রোগী র একে অপরের ভালোবাসার কাহিনী।
Previous Articleকরোনায় মৃত ইন্সপেক্টর ও কনস্টেবল
Next Article লকডাউনে বেপরোয়া গাড়ির ধাক্কা পুলিশকে
Related Posts
Add A Comment