এক নজরে

সেজে উঠছে রেড রোড

By admin

August 13, 2022

কলকাতা ব্যুরো: দু’বছর পরে স্বাধীনতা দিবসে রেড রোডের অনুষ্ঠানে ফিরছেন দর্শকেরা। তার জন্য গ্রহণ করা হয়েছে বিশেষ ব্যবস্থা। বাড়ানো হয়েছে নিরাপত্তা। গত দু’বছর করোনার জন্য দর্শকশূন্য ছিল রেড রোডের অনুষ্ঠান। এবার সেখানে হবে পতাকা উত্তোলন থেকে কুচকাওয়াজ এবং শোভাযাত্রা। থাকবে রাজ্য সরকারের কন্যাশ্রী, লক্ষীর ভান্ডারের মতো বিশেশ কিছু ট্যাবলো। তবে ঘোড়সওয়ার পুলিস এবার কুচকাওয়াজে অংশ নিচ্ছে না।লালবাজার সূত্রে খবর, ওই দিন ভিভিআইপি এবং দর্শকদের নিরাপত্তার কথা ভেবে রেড রোড সংলগ্ন এলাকা ১৪টি জ়োনে ভাগ করা হয়েছে। প্রতিটি জ়োনের দায়িত্বে থাকছেন এক জন করে ডেপুটি কমিশনার। সঙ্গে থাকবেন একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনারও। গোটা চত্বরের জন্য থাকছেন ১২০০ পুলিসকর্মী। তাঁদের পরিচালনায় থাকবেন ছ’জন যুগ্ম পুলিস কমিশনার। এছাড়া থাকছেন অতিরিক্ত কমিশনার এবং বিশেষ পুলিস কমিশনার।রেড রোডে থাকছে ছ’টি ওয়াচ টাওয়ার। সেই সঙ্গে তিন জায়গায় বালির বস্তার বাঙ্কারে থাকবে কম্যান্ডো বাহিনী। থাকবে তিনটি কুইক রেসপন্স টিমও। এছাড়া, ন’টি টহলদারি গাড়ি থাকবে নিরাপত্তার জন্য।পুলিস সূত্রে খবর, ওই দিন নাশকতার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে গোয়েন্দাদের তরফে। শনিবার থেকেই শহরের ১৯টি জায়গায় বসবে পুলিস পিকেট। ২৩টি জায়গায় থাকবে নাকা-তল্লাশির ব্যবস্থা। এছাড়া, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেমন ধর্মস্থান, শপিং মলে থাকছে কড়া নজরদারি। ২৫টি মেট্রো স্টেশনে থাকবে অতিরিক্ত বাহিনী। গোটা শহরে ওই দিনের নিরাপত্তার জন্য মোতায়েন করা হচ্ছে প্রায় তিন হাজার পুলিসকর্মী।