এক নজরে

#ShareMarket : RBI -র রেপো রেট বৃদ্ধি নিচের দিকেই বাজার সূচক

By admin

June 08, 2022

Mainak sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

অল্প মেয়াদি বিনিয়োগে ধরে রাখতে হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বাজার দর ১০৮ স্টপ লস গ২ টার্গেট ১৩২। রাখতে হবে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা কেও।

আরবিআইয়ের মনিটারি নীতির ঘোষণার পরই ১৬৪০০ র প্রধান সমর্থন জোন কে পার করলো নিফটি। আজ ৫০ বেসিস পয়েন্টার দরে ৪.৯ শতাংশ হলো রেপো রেট। রেপো রেট অর্থাৎ ব্যাঙ্ক গুলি যে হরে আর বি আইয়ের থেকে টাকা ধার নিয়ে থাকে। তবে আজ এই রেটের বৃদ্ধির ফলে পতন হয় শেয়ার বাজারে। প্রায় ৬০.১০ পয়েন্ট নিচে নেমে ১৬৩৫৬.২৫ র ঘরে পৌঁছায় নিফটি। ২১৪.৮৫ কমে ৫৪৮৯২ র ঘরে যায় বি এস ই সেনসেক্স।

রেপো রেট বাড়ার সাথেই , স্থায়ী আমানত সুবিধা বা standing deposit facility (SDF) হার ৪ .৬৫ শতাংশ এবং প্রান্তিক স্থায়ী সুবিধা বা marginal standing facility (MSF) হার এবং ব্যাঙ্ক রেট ৫ .১৫ শতাংশে সামঞ্জস্য করা হয়েছে, তবে MPC নগদ রিজার্ভ অনুপাত (CRR) অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ৪ .৫ শতাংশ।

নিফটির আজকের চার্টে বেয়ারিশ ক্যান্ডেল তৈরী হয়েছে এবং প্রত্যাশিত বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্নকেও খানিকটা ব্র্যাক ডাউন দেয়ার চেষ্টা করেছে। তবে আজ কম ছিল অস্থিরতা। ইন্ডিয়া ভিক্সে কম্পাঙ্কের মাত্রা কমে হয় ১৯.৯৪ পয়েন্ট , আবার ১৮ বা তার কমে এলেই হতে পারে বুল রান।

নিফটির দিনের শুরু হয় ১৬ ,৪৭৫ র ঘর থেকে। আর বি আইয়ের রেপো রেটের ঘোষণার পরই আস্তে থাকে নিচের দিকে। ১৬৫০০ র উওপরে আগামী দিনে বন্ধ না হলে সূচকের পতন হবে ১৬২৫০ র দিকে। অতএব, আপাতত লং সাইড ইনডেক্স বাজি এড়িয়ে চলাই ভালো

ব্যাঙ্ক নিফটি ৩৫ ,১৬৬ -এ ইতিবাচক শুরু করে এবং সেশনের প্রথমার্ধে ঊর্ধ্বমুখী দিকে চলে যায় যা দিনের সর্বোচ্চ ৩৫ ,৪৫০ -কে ছুঁয়ে শেষের অংশে নিম্নমুখী হয়। ৩৪ ,৯৪৬ এ ৫০ পয়েন্টের ক্ষতির সাথে বন্ধ হয় এবং দৈনিক স্কেলে একটি বিয়ারিশ চ্যানেল তৈরি করে যার যা বিক্রির চাপকে নির্দেশ করে।