এক নজরে

আরবিআই-র সতর্কতা

By admin

August 05, 2020

কলকাতা ব্যুরো : অ্যালার্ট জারি করল আরবিআই। টুইট করে আরবিআই থেকে গ্রাহকদের জানানো হয়েছে, সাইবার ক্রাইম নিয়ে অবিলম্বে সতর্ক হন। ভুলেও গ্রাহকরা যাতে ফোন কল, এসএমএস, ইমেল, হোয়াটস অ্যাপে তাদের বিশেষ তথ্য যেমন পিন নম্বর, ক্রেডিট বা ডেবিট কার্ড নম্বর শেয়ার না করেন। সন্দেহ হলে ব্যাঙ্ক-র সরকারি ওয়েবসাইটে গিয়ে চেক করে নিন কাস্টমার নম্বর। মুহুর্তের মধ্যে সাইবার ক্রাইমের শিকার হতে পারেন আপনিও।

আরবিআই থেকে আরো জানানো হয় আপনার আধার, প্যান বা ব্যাঙ্ক একাউন্ট ডিটেইল ও ফোন, এসএমএস বা ইমেলে কাউকে পাঠাবেন না। যদি কেউ ফোন করেও কেওয়াইসি জানতে চায় তবে ফোন কেটে দিন। Right to Information Act বা তথ্য জানার অধিকার আইন এর তরফে দেওয়া তথ্য অনুযায়ী ২০১৯ – ২০ অর্থবর্ষে ১৮ টি সরকারি ব্যাঙ্ক-এ মোট ১,৪৮, ৪২৮ কোটি টাকার ১২৪৬১ টি প্রতারণার মামলা এসেছে। যে টাকার প্রতারণা হয় তা প্রায় ১৮ টি সরকারি ব্যাঙ্ক-র ৩০ শতাংশ। সবচেয়ে বড় শিকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।