এক নজরে

ধর্ষণে অভিযুক্ত গড ম্যান নিত্যানন্দ

By admin

August 22, 2020

কলকাতা ব্যুরো : গণেশ চতুর্থীর পূণ্যলগ্নে ধর্ষনে অভিযুক্ত গডম্যান নিত্যানন্দ ইকুয়ডরে প্রতিষ্ঠা করে ফেললেন রিজার্ভ ব্যাংক অফ কৈলাশ। তিনি তাঁর ভক্তদের জানিয়েছেন, খুব তাড়াতাড়ি নাকি কৈলাশের মুদ্রা নিয়ে বিস্তারিত জানাবেন।ভারত যখন করোনা সামলাতে ব্যস্ত তখন কয়েক হাজার কিলোমিটার দূরে ইকুয়েডর উপকূলের ছোটো একটি দ্বীপে অভিযুক্ত স্বঘোষিত গডম্যান ভগবান নিত্যানন্দ লঞ্চ করে ফেললেন নিজের রিজার্ভ ব্যাংক। উল্লেখ্য একাধিক ধর্ষণে অভিযুক্ত এই স্বঘোষিত গডম্যান পুলিশের খাতায় পলাতক। নিত্যানন্দ নিজেকে ওই দেশের প্রধানমন্ত্রী হিসাবেও ঘোষণা করেছেন। ভারতের আদালত এই অভিযুক্তকে ৫০ বার সমন পাঠালেও তিনি হাজির হন নি।গত বছর নিজের ওয়েবসাইটে ঘোষণা করে ইকোয়াডরের কাছে একটি দ্বীপ কিনেছেন। দেশের নাম রেখেছেন কৈলাশ। তার অফিসিয়াল ওয়েবসাইট www.kailaasa.org। নিজেদের দেশ থেকে বিতাড়িত প্রকৃত হিন্দুরা মিলে এই দেশ গড়েছেন বলে তার দাবি।ছোটো ছোটো ছেলে-মেয়ে ও নাবালিকাদের ধর্ষণ ও অপহরণ করে আশ্রমে আটকে রাখার মত গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সূত্রের খবর, ভারত থেকে তার সঙ্গিসাথীদের নিয়ে পালিয়ে ইকোয়াডরের কাছে একটি দ্বীপ কিনে নতুন করে সাম্রাজ্য পেতে বসেছেন গডম্যান। নিজের দেশ কৈলাশের নিজস্ব পাসপোর্ট , পতাকা ও এম্বলেমও করিয়েছেন।