%%sitename%%

এক নজরে

রাম পুজোয় পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ

By admin

August 05, 2020

কলকাতা ব্যুরো: বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আগেই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, আজ অযোধ্যায় ভুমিপুজা উপলক্ষে লক ডাউন তুলে নিতে । মমতা অনড় ছিলেন। কিন্তু রাম ভক্তরাও নাছোড়বান্দা। আজ বাংলায় বেশ কিছু জায়গায় বিজেপি-র তরফ থেকে রাম পুজোর আয়োজন করা হয়। মিছিলও বেরিয়েছিল। কিন্তু লক ডাউন চলায় পুলিশ ধরপাকড় চালিয়েছে এবং পূজা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ বিজেপির।

আলিপুরদু়ারের বিজেপির জেলা সম্পাদক গ্রেফতার হয়েছেন। পশ্চিম মেদিনীপুর এ রাম ভক্তদের মন্দির থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার বারাসতের ১০ নম্বর ওয়ার্ড-এ রাম পূজো উপলক্ষে মিছিল হচ্ছিল। অভিযোগ, পুলিশ এসে মিছিল বন্ধ করে দেয়। ঝাড়গ্রামে বিজেপি র পতাকা উত্তোলনকে ঘিরে ২ নম্বর ওয়ার্ড-এ বচসা বাঁধে তৃণমূল ও বিজেপি র মধ্যে। বচসা হয়েছে শিলিগুড়ির সুকান্ত পল্লীতেও। বিজেপি পতাকা তুলতে গেলে তৃণমূল বাধা দিতে আসে। পরে অবশ্য পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রনে আনে।