%%sitename%%

এক নজরে

রাম মন্দিরে বাঁদর তাড়াতে ১ হাজার সরকারি কর্মচারী

By admin

August 05, 2020

কলকাতা ব্যুরো : অযোধ্যা বিখ্যাত বাঁদরের জন্য। বাঁদরের উৎপাতে এক এক সময় অতিষ্ট হয়ে ওঠেন অযোধ্যাবাসী। আজ সেই বাঁদর যাতে ভূমি পূজন এ কোনো ব্যাঘাত ঘটাতে না পারে তার জন্য নিযুক্ত হয়েছেন ১ হাজার সরকারি কর্মচারি। বিশিষ্ট অতিথিরা আসছেন। মন্দির চত্বরে ভূমিপুজোয় বাঁদরের বাঁদরামিতে যেন কোনও ভাবে ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করাই সরকারের উদ্দেশ্য।

সরকারী কর্মচারীদের তাই বলা হয়েছে, গুলতি ও বড় বড় লাঠি নিয়ে প্রস্তুত থাকতে। তথ্য প্রযুক্তি দফতরের ডেপুটি ডিরেক্টর মুরলী ধর সিংহ জানান, অযোধ্যা নগর নিগম ও পশুপালন দফতরের উদ্যোগে এই আয়োজন। বাঁদর সামলাতে হোম গার্ড ও থাকছে। দুরে দুরে ছড়ানো হচ্ছে ছোলা। এ সব নিয়ে যাতে বাঁদররা ব্যস্ত থাকে। ভুমিপুজো যেন শান্তিতে মেটে।