এক নজরে

খিদিরপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা

By admin

August 28, 2022

কলকাতা ব্যুরো: ভয়াবহ পথ দুর্ঘটনা কলকাতায়। শনিবার খিদিরপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুরসভার মেয়র পারিষদ রাম পেয়ারে রামের ছেলে রামকিঙ্কর রামের। এদিন রাতে তাঁর গাড়িকে পিষে দেয় সারবোঝাই এক লরি। ঘটনায় গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। জোরকদমে চলছে উদ্ধারের কাজ। গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটে আটকে থাকা মানুষদের উদ্ধার করার চেষ্টা করা হয়। সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে যেভাবে লরিটি প্রাইভেট গাড়ির উপর উল্টে যায় গাড়ির মধ্যে থাকা যাত্রীদের বেঁচে থাকার সুযোগ কম বলে শুরুতেই মনে করা হচ্ছিল। আর সেই আশ্নকাই সত্যি হল।

এদিকে ঘাতক লরিটি ওভারলোড ছিল বলে অভিযোগ উঠেছে। সেটা একটা সারের লরি। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, রাম পেয়ারে রামের ছেলে ওই সময় রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তাঁর বয়স ৩৮ বছর। গাড়ির ওপর উঠে যায় লরি। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান। তাঁর বাবা রাম পেয়ারে রাম ৭৯ ওয়ার্ডের কাউন্সিলর, কলকাতা পুরসভার মেয়র-ইন-কাউন্সিল।

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, এদিন কাটাপুকুরের দিক থেকে গাড়িটি যাচ্ছিল বাবুবাজারের দিকে। তখনই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাস্তা খারাপ থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রাইভেট গাড়িটিকে ওভারটেক করতে গিয়েই উল্টে যায় লরিটি। লরিতে প্রচুর সারের বস্তা বোঝাই করা ছিল বলেও জানা যায়। সেগুলি প্রথমে প্রাইভেট গাড়িটির উপর পড়ে। এলাকাবাসীদের আরও অভিযোগ, বৃষ্টির কারণে রাস্তা খারাপ থাকার জন্যই লরির চাকা ঢুকে যায় বড় গর্তে। তারপরই উল্টে যায় ঘাতক লরিটি।

এদিকে এই দুর্ঘটনার জেরে এলাকায় প্রচুর মানুষের ভিড়ও দেখা যায়। সেকারণেই প্রাথমিকভাবে গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করতে খানিক বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। যে জায়গায় দুর্ঘটনা ঘটে সেখানে আলো না থাকায় আর্টিফিসিয়াল লাইটেরও ব্যবস্থা করা হয়।