এক নজরে

৫ দিনের সিবিআই হেফাজত রাজু সাহানি

By admin

September 03, 2022

কলকাতা ব্যুরো: চিটফান্ড মামলায় গ্ৰেফতার হওয়ার পর প্রথমবার মুখ খুললেন হালিশহরের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রাজু সাহানি। তাঁর দাবি, চিটফান্ডের সঙ্গে যুক্ত নই, শীঘ্রই বুঝতে পারবেন। আসানসোল ফৌজদারি আদালতের নির্দেশে ৫ দিনের সিবিআই হেফাজতে রাজু। আগামী ৮ আগস্ট ফের আদালতে তোলা হবে তাঁকে।

শুক্রবার কলকাতার ফ্ল্যাট থেকে নগদ ৮০ লক্ষ টাকা, আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধারের পর রাজু সাহানিকে গ্রেপ্তার করে সিবিআই। রাতেই তাঁকে কলকাতায় নিজাম প্যালেসে নিয়ে আসা হয়। এরপর শনিবার ভোরে সেখান থেকে বের করা হয় রাজুকে। তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে আসানসোল ফৌজদারি আদালতের উদ্দেশে রওনা দেন আধিকারিকরা। তার আগে অবশ্য গাড়িতে ওঠার সময় রাজু দাবি করেন, চিটফান্ডের সঙ্গে আমি যুক্ত নই। শীঘ্রই আপনারা সব বুঝতে পারবেন। নগদ টাকা, আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধারের ঘটনাকে ‘ভুল’ বলেও দাবি করেন রাজু।

এরপর বেলা বারোটা নাগাদ আদালতে তোলা হয় হালিশহর পুরসভার চেয়ারম্যানকে। সওয়াল জবাব শেষে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক।

অংশুমান রায় দায়িত্ব ছাড়ার পর হালিশহর পুরসভার মুখ্য প্রশাসক হন রাজু। এবার পুরভোটের পর চেয়ারম্যান হন। তার আগে থেকেই অবশ্য সিবিআই চিটফান্ড মামলায় রাজু সাহানির উপর নজরদারি চালাচ্ছিল বলেই খবর। বর্ধমান সন্মার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে ওই চিটফান্ডের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের হয় ২০১৪ সালে। কুলটি থানায় অভিযোগ জমা পড়েছিল। কোটি কোটি টাকা তছরূপের ঘটনায় ২০১৮ সালে সিবিআই তদন্ত শুরু করে। চার্জশিটও জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।