এক নজরে

টিভি লাইভে বাকযুদ্ধের মধ্যেই অসুস্থ

By admin

August 13, 2020

কলকাতা ব্যুরো: টিভিতে বিতর্ক সভা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কংগ্রেসের মুখপাত্র রাজীব ত‍্যাগির। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইট করেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী।ঘটনা হল, এদিন একটি সর্বভারতীয় টিভি চ‍্যানেলের বিতর্ক সভায় বাড়িতে বসেই লাইভে ভাগ নেন রাজীব। এ দিন বেঙ্গালুরুতে দুই গোষ্ঠীর সাংঘর্ষের ইস‍্যুতে চরম তর্কাতর্কি চলার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর ভাইরাল হয় ওই শোয়ের ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, বিজেপি-র সম্বিৎ পাত্র তখন দলের হয়ে মুখে ব্যাট করছেন ঝড়ের গতিতে। রাজীব ত‍্যাগির উপর লাগাতার আক্রমণ হানছেন। তার পরপরই তিনি ওই শো চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনা উস্কে দিয়েছে টিভি চ‍্যানেলে বিদ্বেষমূলক মন্তব্য, ব‍্যাক্তিগত আক্রমণের প্রসঙ্গ। সাধারণ মানুষ থেকে অনেক রাজনৈতিক নেতা এইসব শো কে ‘বিষাক্ত’ আখ্যা দিয়ে বিতর্ক সভা বয়কটের দাবিতে সরব হয়েছেন।

মিডিয়ার ঠান্ডা ঘরে বসে ‘যুদ্ধ’ নিয়ে আর রসিকতা নয়। ওই ঘরের যুদ্ধই যে প্রাণঘাতী হতে পারে তা আজ প্রমান হয়ে গেল অজিত ত্যগির ঘটনায়। চ্যানেলের হিমশীতল স্টুডিওতে বসে তর্ক যুদ্ধের মধ্যেই বাড়ি থেকে সেই অনুষ্ঠানে লাইভে যোগ দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন ত্যগি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই নিথর হয়ে গেল কংগ্রেস এই নেতার দেহ।বেঙ্গালুরুতে এদিন দুই গোষ্ঠীর খন্ডযুদ্ধ নিয়ে তখন টিভিতে লাইভ অনুষ্ঠানে কাটাছেড়া চলছে। বিজেপি-র সম্বিৎ পাত্র তখন বাক্যবানে বিদ্ধ করছেন কংগ্রেসকে। সঞ্চালক তখন তাঁকে থামানোর চেষ্টা করেও রণে ভঙ্গ দিতে বসেছেন। হঠাৎ অসুস্থ হয়ে লাইভের মধ্যেই বাড়িতে টিভি ক্যামেরার সামনে ঢলে পড়লেন ত্যগি। দৌড়োদৌড়ি, হুড়োহুড়ি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করলেন চিকিৎসকরা।রাতেই ট্যুইট করে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী অজিত ত্যগির পরিবারের প্রতি সমবেদনা জানালেন। কিন্তু টিভি-র বাক যুদ্ধে অংশ নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আর না ফেরা নেতার পরিবারকে কি জবাব দেবেন কংগ্রেস কর্তারা।যে ভাবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সর্বভারতীয় মিডিয়া হাইপ তুলতে চমকের পর চমক আর স্টুডিওতে গলার শিরা ফুলিয়ে লড়াই চলছে তাতে অজিত ত্যগিতেই শিক্ষা না হলে আরও বড় বিপর্যয়ের অপেক্ষায় থাকতে হবে।