আবহাওয়া

বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্য সহ উত্তর-পূর্বে

By admin

July 17, 2021

কলকাতা ব্যুরো: আগামী বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বার্তা দিল মৌসম ভবন। মৌসম ভবন এর পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত এ রাজ্যের উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এ রাজ্যের কলকাতাসহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। শনিবার কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়। টানা বৃষ্টিতে বেশ কিছু এলাকায় জল দাঁড়িয়ে যায়। তবে বৃষ্টি ঝরলে গরম কমার কোনো লক্ষণ নেই কলকাতায়।মহারাষ্ট্র, গোয়া, সহ কোঙ্কন উপকূলে এখন প্রবল বৃষ্টি চলছে। মুম্বাই, পুনে, মহারাষ্ট্রর শহরগুলিতে চারিদিকে জলছবি। শহরের বড় রাস্তাগুলি জলের তলায় চলে গিয়েছে। ফলে মুম্বাইতে যানজটের সমস্যা তৈরি হয়েছে। জল বেড়ে যাওয়ায় বহু রাস্তা নো এন্ট্রি করতে বাধ্য হয়েছে পুলিশ।

এই পরিস্থিতিতে মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থান সহ আশপাশের এলাকায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। একইসঙ্গে বিহার এবং উত্তরপ্রদেশ দুদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার পর্যন্ত কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হবে। একইসঙ্গে ঝড়ো বাতাস থাকবে বলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে। উত্তর-পূর্বের মেঘালয়, মনিপুরেও এই সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

লাগাতার বৃষ্টিতে কলকাতা শহরে দ্রুত রাস্তাগুলোতে জল দাঁড়িয়ে যাচ্ছে। যদিও লক গেট খুলে দিলে গঙ্গাতে সেই জল দ্রুত নেমে যাচ্ছে। কিন্তু বেহালা, ঠাকুরপুকুর বা তার আশপাশের বেশ কিছু এলাকায় একদিন বৃষ্টি হলে পরের তিনদিন জল নামার কোনো লক্ষণ নেই। এই অবস্থায় চড়িয়াল খালসহ আশপাশের খালগুলি নাব্যতার ব্যবস্থা করার জন্য সেচ দপ্তরকে বলা হয়েছে। কিন্তু যেভাবে বিভিন্ন খাল বুজিয়ে দখলদারি করে দোকানপাট গজিয়ে উঠেছে, তাতে রাজ্যের শাসক দল সেসব সরিয়ে কতটা খালগুলি বহমান অবস্থায় ফেরাতে পারবে, তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।