কলকাতা ব্যুরো: ২০ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সে কারণে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছুটা এলাকায় নিম্নচাপের কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় তা পশ্চিম দিকে অগ্রসর হবে। বাড়বে বৃষ্টিও।
এদিন দুপুরেই অবশ্য যথেষ্ট বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও।