কলকাতা ব্যুরো: বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ। সঙ্গে সৃষ্টি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই দুয়ের ধাক্কায় চলতি সপ্তাহের শেষ দুদিন কলকাতা, সুন্দরবন লাগোয়া জেলাগুলি ও উপকূল এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর।
গত সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বর্ষণ ভালো হলেও কলকাতা তেমন ভাবে বৃষ্টি পায়নি। বরং প্রবল আদ্রতায় ভুগেছে কলকাতা। তাপমাত্রা খুব না বাড়লেও আদ্রতার কারণে দূর্ভোগ বাড়ে। আবার বঙ্গোপসাগরে নিম্নচাপের পাশাপাশি ঘূর্ণাবর্তের সম্ভাবনা দেখা দেওয়ায় এবার আশায় আছে কলকাতা।