আবহাওয়া

দেশে বোল্ট গতিতে বর্ষার দৌড়, বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি

By admin

June 15, 2021

কলকাতা ব্যুরো: বর্ষার এখন উসেইন বোল্টের গতি। তার দৌড় এতটাই এখন জোরে যে, শুরুর দশ দিনের মধ্যে দেশের ভৌগলিক অঞ্চলের প্রায় ৮০% অংশকে নিজের আয়ত্তে এনে ফেলেছে। রবিবার সকালে যার অবস্থান ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিত-বালতিস্তান এবং মুজাফফারাবাদ, হরিয়ানা, চণ্ডীগড় ও উত্তর পাঞ্জাবের কিছু অংশ জুড়ে ছিল। বিকেলের মধ্যে তা কলকাতা সহ পশ্চিমবঙ্গ বেশ কয়েকটি অংশে প্রভাব বিস্তার করে ফেলেছে।

বর্তমানে এটি দিউ, সুরাত, নন্দুরবার, ভোপাল, নওয়াং, হামিরপুর, বড়বাঙ্কি, বেরিলি, সাহারানপুর, আম্বালা এবং অমৃতসর দিয়ে এগোচ্ছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজস্থান বাদে দেশের বাকি অংশে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট সময়ের ১২ দিন আগে আজ বর্ষার দিল্লিতে প্রবেশ করার কথা। তাতেই স্বস্থি আপাতত পূর্ব উত্তর প্রদেশ, দিল্লি, হরিয়ানা এবং বাকী মধ্য প্রদেশ এবং পাঞ্জাবের।

উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ জুড়ে বিরাজমান নিম্নচাপটি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আরও তীব্র হতে চলেছে। সম্ভাবনা এটি বর্ষাকে অগ্রগতিতে সহায়তা করবে। উপকূলে দক্ষিণ কন্নড়, উদুপী এবং উত্তরা কন্নড় জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেখানে আগামী ২৪ ঘন্টায় বজ্রপাতসহ অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণ পাঞ্জাবের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর অবধি দক্ষিণ পশ্চিম বর্ষার অববাহিকা চলছে, পূর্ব প্রান্তটি নিম্নচাপের নিকটে অবস্থিত যার প্রভাবে বৃহস্পতিবার অবধি মহারাষ্ট্রের ওড়িশা, ছত্তিশগড়, মধ্য প্রদেশ, ঝাড়খণ্ড, তেলঙ্গানায় ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।আলিপুর আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বিহার, কালিম্পং, দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।বুধবার পর্যন্ত বিভিন্ন জেলায় স্বল্প বৃষ্টিপাত হতে পারে। প্রতিটি বৃষ্টিপাত প্রায় ২০ মিমি থেকে ৩০ মিমি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।