কলকাতা ব্যুরো: আজই বৃষ্টির ভ্রুকুটি শহরে। বেলা একটা থেকে চারটের মধ্যে কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস। ফলে করোনা আবহের মধ্যে সপ্তাহের প্রথমদিনে ফের বিড়ম্বনা বাড়তে পারে পথে বেরোনো নাগরিকদের। আবার গত দুদিন ধরে গরমে বিরক্ত শহরে মিলতে পারে স্বস্তিও।