আবহাওয়া

রবিবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

By admin

September 17, 2020

কলকাতা ব্যুরো: রবি থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের কারণেই দক্ষিণবঙ্গের জেলাগুলিকে ওই বৃষ্টিপাতের সম্ভাবনা বলে জানা গিয়েছে।

সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্বের জেলাগুলোতে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় আধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরে ওই দিন ভালো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার বৃষ্টি সরে যাবে পশ্চিমের জেলাগুলোর দিকে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ওই দিন চলবে বৃষ্টি।