আবহাওয়া

নিম্নচাপে বৃষ্টির নয়া ইনিংস মঙ্গল থেকে

By admin

June 20, 2021

কলকাতা ব্যুরো: সোমবার একটু থমকালেও মঙ্গলবার থেকে আবারও বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে। সেই বৃষ্টি টানা বৃহস্পতিবার অবধি চলবে। এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। টানা বৃষ্টি চলতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। একদিকে ঝাড়খন্ডে টানা বৃষ্টিতে মাইথন ও পাঞ্চেত জলাধারের ছাড়া জলে বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গের বিশাল এলাকাজুড়ে। তারই মধ্যে নেপালের প্রবল বৃষ্টিতে বিহারে বন্যার আশঙ্কা। আর সেই জলের প্রভাব পড়তে পারে এ রাজ্যে। এরইমধ্যে টানা বৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে এই বাংলায়।

উত্তরপ্রদেশ এবং বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিরাজ করা ঘূর্ণাবর্ত এবং পাঞ্জাব থেকে তৈরি হয়ে নিম্নচাপ অক্ষরেখা বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে সোমবারের পর থেকে বৃষ্টির নতুন ইনিংস শুরু হতে চলেছে। ফলে আগামী সপ্তাহটাও প্যাচ প্যাঁচে বৃষ্টি সঙ্গী হচ্ছে দক্ষিণবঙ্গের। যদিও এই সময়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষত, দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি, আলিপুর দুয়ারে ভারী বৃষ্টির আশংকা রয়েছে। আবার এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও হালকা আবার কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কায় কথা শুনিয়ে রেখেছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের পূর্বাভাসও রয়েছে।এক টানা বৃষ্টিতে করোনা আর লকডাউন এর জেরে নাগরিক সমাজ যখন বিরক্ত, তখন এই বৃষ্টি রাজ্যে কৃষিক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নেবে বলে আশা আবহবিদদের। একইসঙ্গে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এবারে বৃষ্টির ধরন দেখে স্পষ্ট, বর্ষায় প্রয়োজনীয় জলের অভাবে এবার কৃষিকাজ মার খাবে না। ফলে কৃষি অর্থনীতি অনেকটাই চাঙ্গা হওয়ার আশা থাকছে। যদিও বর্ষার সঙ্গে এমন নিম্নচাপের বৃষ্টি যথেষ্টই বেগ দিচ্ছে নাগরিকদের।