%%sitename%%

এক নজরে

শহরে রাতে বাড়বে বৃষ্টি

By admin

August 04, 2020

কলকাতা ব্যুরো: কলকাতায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হবে। ফলে আগামী দু’ থেকে তিন ঘন্টা ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা ও পূর্ব মেদিনীপুরে।এমনিতেই এ দিন সকাল থেকে দফায় দফায় বৃষ্টি চলছে শহরে।চলতে থেকে বৃষ্টি আরো বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। পরবর্তী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় একই রকম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহবিদরা। তাঁরা জানাচ্ছেন, পরবর্তী ২৪ ঘণ্টায় ৭০ থেকে কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ফলে কলকাতায় জলমগ্ন হওয়ার আশঙ্কা আছে।ইতিমধ্যে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলির কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। দিঘায় শুরু হয়েছে প্রবল জলোচ্ছ্বাস। মাইকে সেজন্য কাউকে সমুদ্রের কাছে না যাওয়ার জন্য প্রচার করছে পুলিশ। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে দেওয়া হচ্ছে না। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সোমবার রাত থেকে বৃষ্টি চলছে। কখনও হালকা, কখনও মাঝারি মাপের বৃষ্টি চলছে। এর তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।