%%sitename%%

আবহাওয়া

Weather Updates: দুপুর গড়াতেই নেমে এলো সন্ধ্যা

By admin

September 10, 2021

কলকাতা ব্যুরো: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। আর তার জেরে শুক্রবার বিকেলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নামলো বৃষ্টি। কলকাতা ও লাগোয় জেলাগুলিতে শুক্রবার দুপুর গড়াতেই আকাশ কালো করে নেমে আসে বর্ষণ। উপগ্রহ চিত্র অনুসারে শুক্রবার বিকেলে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও সংলগ্ন বাংলাদেশের আকাশে বজ্রগর্ভ মেঘ সঞ্চার শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই আঁধার ঘনিয়ে আসে বিস্তীর্ণ এলাকায়। জানা গিয়েছে পূবালি হাওয়ায় মেঘমালা ক্রমশ পশ্চিম দিকে এগোচ্ছে।

আর তার জেরেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার প্রায় সর্বত্র, কলকাতায় কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাগরে ঘূর্ণাবর্তের জেরে স্থলভাগে প্রচুর আর্দ্র বায়ু প্রবেশ করায় এদিন বৃষ্টি শুরু হয়েছে।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যা সোমবারের মধ্যে যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে অনুমান। ওই দিন ওড়িশা উপকূল দিয়ে ঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে। যার জেরে দক্ষিণবঙ্গে ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাজ্যে এই দুর্যোগের সব থেকে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।