এক নজরে

আজও রেল রোকো কৃষক সংগঠনের

By admin

September 27, 2020

কলকাতা ব্যুরো: পাঞ্জাব ও হরিয়ানায় লাগাতার চলছে কৃষক আন্দোলন। কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতায় আজও অমৃতসরে রেল রোকো কর্মসূচি পালন করবে পাঞ্জাব কৃষক সংঘর্ষ কমিটি। এদিকে ২২ বছরের সহযোগী এনডিএ থেকে বেরিয়ে এসে শিরোমনি অকালি দলের তরফেও জানানো হয়েছে, এবার পথে আরো শক্তিশালী কৃষক আন্দোলনের পক্ষে হাঁটবে তারা। গতকালই এনডিএ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় এনডিএ-র পুরানো ওই সহযোগী দল।

এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এই ইস্যুতে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ন্যায্য কথাই বলছেন দেশের কৃষকেরা। তাদের কথা শুনুন প্রধানমন্ত্রী। কলকাতাতেও এই ইস্যুতে আন্দোলন চলছে গত কয়েকদিন ধরে। তৃণমূল কংগ্রেস ছাড়াও বামেরাও নেমেছে প্রতিবাদে।