এক নজরে

টানা রেল অবরোধে বিপর্যয়ের মুখে পাঞ্জাবের বিদ্যুৎ প্রকল্পগুলি

By admin

October 11, 2020

কলকাতা ব্যুরো: কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে লাগাতার আন্দোলন চলছে পাঞ্জাবে। তার অঙ্গ হিসেবেই চলছে টানা রেল রোকো কর্মসূচি।টানা রেল অবরোধে বিপর্যয়ের মুখে পাঞ্জাবের বিদ্যুৎ প্রকল্পগুলি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন অবশিষ্ট রয়েছে আর দুই দিনের কয়লা। তার জোগান বন্ধ হয়ে গেলে বড় বিপর্যয়ের মুখে পড়বে পাঞ্জাবের বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা।ইতিমধ্যে পাঞ্জাবের বিভিন্ন এলাকায় শুরু হয়ে গিয়েছে লোডশেডিং। বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেওয়ার কারণেই তা ঘটছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর আবেদনও সাড়া দিতে নারাজ আন্দোলনকারীরা। রেল রোকোর কারণে আটকে রয়েছে কয়লা মজুত মাল গাড়ি। সে কারণেই তা পৌঁছাতে পারছে না কয়লা।