এক নজরে

অঞ্জলি, সন্ধিপুজো, সিঁদুর খেলাতে এবার নো-এন্ট্রি মণ্ডপে

By admin

October 21, 2020

কলকাতা ব্যুরো: অঞ্জলি, সিঁদুর খেলাতেও এবার নো এন্ট্রি থাকলো দুর্গাপুজার মন্ডপ। সন্ধি পুজোর জন্যেও হাইকোর্টের দেওয়া নো এন্ট্রি রায়কে কিছুটা ছাড় দিতে এদিন আবেদন করে ফোরাম ফর দুর্গোৎসব কমিটি। তাদের দাবি, দূর্গা পূজার সঙ্গে অঞ্জলি, সন্ধিপুজো এবং সিঁদুর খেলা ওতপ্রোতভাবে যুক্ত। তাই তাতে কয়েকজন করে এই উপলক্ষে মহিলাদের অন্তত ঢোকার অনুমতি দেওয়া হোক। একইসঙ্গে ঢাকিদের মণ্ডপে থাকার অনুমতি চাওয়া হয় মামলাকারীদের তরফে। পাশাপাশি হাইকোর্ট বড় পূজা ক্ষেত্রে সাকুল্যে যে ২৫ থেকে ৩০ জনের ঢোকার অনুমতি দিয়েছে, সেখানেও লোক বাড়ানোর আবেদন করা হয়।

বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অশোক বন্দ্যোপাধ্যায় এর ডিভিশন বেঞ্চ ঢাকিদের মণ্ডপে বাইরে কিন্তু নো এন্টি জোনের ভিতরে থাকার অনুমতি দিয়েছে। একই সঙ্গে এর আগে পাঁচ দিনের জন্য বড় পুজোর ক্ষেত্রে ৩০ জন উদ্যোক্তাকে মণ্ডপে ঢোকার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। সেই নামের তালিকা পাচঁ দিন আগেই পুলিশকে দিয়ে দেওয়ার নির্দেশ ছিল। কিন্তু এদিন উদ্যোক্তাদের আবেদনে সাড়া দিয়ে হাইকোর্ট সেখানেও কিছু ছাড় দেয়। আদালত নতুন নির্দেশে, এখন থেকে বড় পুজো উদ্যোক্তারা প্রতিদিন সকাল আটটার মধ্যে ৬০ জনের নামের তালিকা জানিয়ে দেবে পুলিশকে। তারমধ্যে ৪৫ জন মন্ডপে ওইদিন কাজের জন্য ঢুকতে পারবেন।

যদিও মামলায় আবেদন ছিল, দূর্গা পূজার সঙ্গে রীতি মেনে অঞ্জলি, সন্ধিপুজো এবং সিঁদুর খেলার অনুমতি দেওয়া হোক। সে ক্ষেত্রে পর্যায়ক্রমে মহিলাদের শুধু মণ্ডপে ঢোকার অনুমতি দিক হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ সেই আবেদন একেবারেই নাকচ করে দিয়েছে। হাই কোর্টের যুক্তি, করোনা আবহাওয়া যে কারণে এবার ভিড় নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে, সে ক্ষেত্রে নতুন করে এই আবেদনে সাড়া দিলে মূল রায়ের স্পিরিট প্রভাবিত হোক, আদালত তা চায় না।