এক নজরে

ষষ্ঠীর দিন কলকাতার পুজোয় থাকবেন মোদি

By admin

October 12, 2020

কলকাতা ব্যুরো: এবার কলকাতার দুর্গাপূজা হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবশ্যই সরাসরি নয়, ২২ অক্টোবর ভার্চুয়াল মাধ্যমে নরেন্দ্র মোদী কলকাতায় পুজোয় হাজির থাকবেন বলে জানিয়েছেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী। এবার দুর্গা পূজা তার কিছু বক্তব্য দেওয়ার জন্য রাজ্য বিজেপির নেতারা আগেই অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রীকে। জানানো হয়েছিল, মোদির সেই বক্তব্য বিভিন্ন পূজা মন্ডপে চালানো হবে। সেই আবেদনে সাড়া দিয়ে হয়তো এবার ষষ্ঠীর দিন, ২২ অক্টোবর সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমেই কলকাতার পুজোয় অংশ নেবেন মোদি।

এর আগে গত বছরই প্রথম বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কলকাতার পূজায় হাজির হয়েছিলেন। এবার অবশ্য কলকাতার পুজোর উদ্বোধন হাজির থাকছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও দুর্গা পুজোর আগেই তার উত্তরবঙ্গে আসার কথা আছে বলেও এদিন জানিয়েছেন বিজয়বর্গী।