কেরিয়ার গাইড

জনসংযোগ যখন কেরিয়ার সংযোগের সোপান

By admin

November 06, 2020

কলকাতা ব্যুরো: বর্তমানে জনসংযোগ বা পাবলিক রিলেশনসের ক্ষেত্রটি জনপ্রিয়। অনেকেই জনসংযোগ নিয়ে পড়াশোনা করতেও ইচ্ছুক থাকেন। এই প্রতিবেদনটি তাঁদের জন্যই। এখানে এমন কয়েকটি কলেজের নাম দেওয়া রইল, যেখানে জনসংযোগ বা পাবলিক রিলেশসনস ও অ্যাডাভার্টাইজিংয়ের কোর্স করানো হয়।

ন্যাশনাল অ্যাকাডেমি অফ মিডিয়া অ্যান্ড ইভেন্টস- এখানে অ্যাডভার্টাইজিং ও পাবলিক রিলেশনসে সার্টিফিকেট কোর্স করানো হয়। ৬ মাসের এই পূর্ণ সময়ের কোর্সের খরচ পড়ে প্রায় ৫৬ হাজার টাকা।

ইনস্টিটিউট অফ মিডিয়া অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনস- এখানেও অ্যাডভার্টাইজিং ও পাবলিক রিলেশনসে ডিপ্লোমা কোর্স করানো হয়। ২ বছরের এই কোর্সের খরচ পড়ে প্রায় ২.৫ লক্ষ টাকা।

নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি- পাবলিক রিলেশনস ও অ্যাডভার্টাইজিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমার সুযোগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। ১ বছরের ডিসটেন্স বা করেসপন্ডেনসে এই কোর্সে পড়াশোনা করানো হয়।

অ্যানেক্স কলেজ সেন্টার ফর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিস- এখানে পাবলিক রিলেশনে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করানো হয়।

ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্টাডিজ- এই প্রতিষ্ঠানে পাবলিক রিলেশন ও অ্যাডভার্টাইজিংয়ে ৬ মাসের পূর্ণ সময়ের সার্টিফিকেট কোর্স করানো হয়। ৬ মাসের খরচ পড়ে প্রায় ১৮ হাজার টাকা।

আইএএস অ্যাকাডেমি- এখানে পাবলিক রিলেশনস অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করানো হয়।