এক নজরে

#PT Usha: অলিম্পিক্সের ট্র্যাক থেকে রাজ্যসভা!

By admin

July 20, 2022

কলকাতা ব্যুরো: বুধবার রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ গ্রহণ করলেন প্রাক্তন অ্যাথলিট পিটি উষা (PT Usha)৷ গত সোমবার রাজধানী দিল্লি পৌঁছে গিয়েছিলেন তিনি। পরদিন, অর্থাৎ মঙ্গলবার দেখা করেন বিজেপির জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে। সূত্রের খবর, সোমবারই রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার কথা ছিল পিটি উষার (PT Usha)৷ ওই একই দিনে সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজাও শপথ গ্রহণ করবেন বলে ঠিক করা হয়েছিল কিন্তু, বিশেষ কিছু কারণে তাঁরা দু’জনই ওই দিন শপথ গ্রহণের জন্য সংসদে হাজির হতে পারেননি৷

প্রসঙ্গত, ভারতের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম পিটি উষা (PT Usha)৷ কেরলের কোঝিকোড় জেলার এক অখ্যাত গ্রামে তাঁর জন্ম৷ লক্ষ লক্ষ ভারতীয় মেয়ের কাছে পিটি উষা আদতে একটি আদর্শ ও অনুপ্রেরণার নাম৷ অনুরাগী মহলে ‘পায়োলি এক্সপ্রেস’ এবং ‘কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড’ নামেও তিনি জনপ্রিয়৷

১৯৮৪ সালের অলিম্পিক্সে ভারতের জন্য পদক জিততে না পারলেও গোটা বিশ্বের নজর কাড়েন পিটি উষা (PT Usha)৷ সেবার ৪০০ মিটারের দৌড় প্রতিযোগিতায় চতুর্থ স্থানে লড়াই শেষ করেন তিনি। সূক্ষ হিসাব বলছে, ১ সেকেন্ডের ১০০ ভাগের ১ ভাগ সময়ের ব্যবধানের জন্য সেবার ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছিল ভারতের!

উল্লেখ্য, এর আগে গত সোমবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য তথা রাজনীতিক হরভজন সিং, লালুপ্রসাদ যাদবের মেয়ে মিসা ভারতী এবং বিসিসিআই-এর সহসভাপতি রাজীব শুক্লা-সহ প্রায় ২৫ জন রাজসভার সাংসদ হিসাবে শপথ গ্রহণ করেন৷