এক নজরে

বাগদায় ‘গণধর্ষণের’ প্রতিবাদ, রবিবার পথে নামছে তৃণমূল

By admin

August 27, 2022

কলকাতা ব্যুরো: বাগদায় গণধর্ষণের প্রতিবাদে রবিবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। আগামীকাল, বাগদায় একটি প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে এই কথা জানান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

প্রসঙ্গত, শুক্রবার বাগদায় এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে দুই বিএসএফ জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনার তীব্র নিন্দা করে এবার প্রতিবাদে সামিল হচ্ছে রাজ্যের শাসক দল। যদিও কুণাল ঘোষ জানান, সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে নয় তৃণমূল কংগ্রেস। বলেন, বিএসএফ-এর জওয়ান, তাঁদের যে কাজ, তাঁদের সামগ্রিকভাবে অসম্মান করার কোনও উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের নেই। তাঁরা তাঁদের দায়িত্ব, তাঁদের কর্তব্য পালন করেন।

বিএসএফ-এর জওয়ানদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র বলেন, দেশের সীমান্তবর্তী এলাকার সাধারণ জনজীবন, এমনকী মহিলাদের সুরক্ষা বিপন্ন হচ্ছে। পাশাপাশি বাগদার ওই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। এই নিয়ে কেন কেন্দ্রের থেকে কোনও ক্ষমা চাওয়া হচ্ছে না সেই নিয়েও প্রশ্ন তোলেন কুণাল ঘোষ।

এছাড়াও এদিন সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর এক্তিয়ার বাড়ানোর বিষয়টি নিয়েও সাংবাদিক বৈঠকে সরব হন কুণাল ঘোষ।