এক নজরে

শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদ

By admin

July 27, 2022

কলকাতা ব্যুরো: শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে কলকাতায় মিছিল করলো বামফ্রন্ট। হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন এবং পার্ক সার্কাস থেকে তিনটি মিছিল হয় এদিন। শেষ হয় ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে। যোগ্য চাকরিপ্রার্থীদের কর্মসংস্থান এবং শিক্ষক নিয়োগে দুর্নীতিতে অভিযুক্তদের শাস্তির দাবিতে ত্রিমুখী মিছিলেন ডাক দিয়েছিল বামফ্রন্ট। পার্ক সার্কাসের মিছিলের নেতৃত্বে ছিলেন সুজন চক্রবর্তী। শিয়ালদহ স্টেশনের মিছিলের নেতৃত্বে ছিলেন মহম্মদ সেলিম, রবীন দেব। ধর্মতলায় উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, রাজ্য দিদিও চালাবে না, ইডিও চালাবে না। রাজ্য চালাবে মানুষ। বিজেপির সঙ্গে দিল্লিতে সব সেটিং করা আছে। সব সেটিং প্রকাশ্যে চলে এসেছে। এক জনকে ধরে কী হবে? গোটা দলটাই তো দুর্নীতিগ্রস্ত। সবাইকেই ধরতে হবে। এই রকম কোটি কোটি টাকা, দেশের যুবকদের চোখের জলে ভেজানো টাকা। সেই টাকা দিয়ে ফূর্তি করে বেরাচ্ছে তৃণমূলের নেতারা! অপরাধীর শাস্তি চাই। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতেও সরব হন তিনি।

এদিন পার্ক সার্কাসের মিছিলের শুরুতে এক ব্যক্তিকে হুইলচেয়ারে বসিয়ে পার্থ সাজিয়ে বিক্ষোভ দেখায় বামেরা। তাদের অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে ইডি হিসাব বহির্ভূত সম্পত্তির খোঁজ পেয়েছে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিমান বলেন, রাজ্যে ভয়ংকর পরিবেশ তৈরি হয়েছে। তাঁর জন্য দায়ী মুখ্যমন্ত্রী।

বামেদের দাবি, সরকারি চাকরির শূন্যপদে যোগ্য প্রার্থীদের অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। চাকরিপ্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে হবে।