এক নজরে

পুজোয় বন রক্ষায় কুর্নিশ কমিটির

By admin

October 17, 2021

কলকাতা ব্যুরো: দুর্গাপুজোর মত উৎসবের দিন গুলিতে শুধু পুলিশ বা অন্যান্য জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই কাজ করে যান, এমন একটা ধারণা সাধারণভাবে রয়েছে। কিন্তু তারা জানেন না, এমন উৎসবের দিনে মানুষ যখন মেতে থাকেন তখন দুষ্কৃতীরা সেই সুযোগের সদ্ব্যবহার করে। আর তাই সেইসব দুষ্কৃতীদের হাত থেকে আমাদের বন- জঙ্গল এবং পশুপাখিকে বাঁচাতে নিরন্তর কাজ করে চলেন বনকর্মীরা। একইসঙ্গে চলে সচেতনতার প্রচার।

যেমন পুজোর কটা দিনেও নিরন্তর চোর কি ভাত খাচ্ছেন Durgapur Forest Divional Forest Officer অধীন বিভিন্ন range এর কর্মী অফিসাররা। তারমধ্যে Asansol (T) Ranger সমস্ত বিট অফিসের এবং রুপনারায়নপুর ফরেস্ট রেঞ্জ অফিসের কর্মীরাও রয়েছেন। বনদপ্তর বিগড়ে যাওয়া হনুমান সহ অন্যান্য জীব জন্তু সামলাতে ব্যাস্ত। সঙ্গে প্রচার চালাচ্ছেন বাড়িতে গাছ লাগাবার জন্য। রাজ্য সরকারের সবুজশ্রী প্রকল্প সম্পর্কে তারা বিভিন্ন পুজো প্রাঙ্গণে গিয়ে প্রচার চালাচ্ছেন।

উৎসবের সময় অতিরিক্ত আলো, মাইকের আওয়াজ, যানবাহনের শব্দ এবং বাজি পটকা এইসবের আওয়াজে বিরক্ত হয় হনুমান, বাঁদর সহ অন্যান্য জীব জন্তুরা। এর ফলে অনেক সময় জীবজন্তুরা ক্ষিপ্ত হয়ে মানুষজনকেও আক্রমণ করে। তাই এবার পুজোয় প্রত্যেকটা দিন বনদপ্তর এর কর্মীরা আধিকারীকরা নিয়মিত সমস্ত এলাকায় টহল দেন। আসানসোল থেকে চিত্তরঞ্জন পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বনকর্মীরা প্রতিনিয়ত সজাগ দৃষ্টি রেখে চলেছেন।এছাড়া উৎসবের সময় বনদপ্তরের চোখকে ফাঁকি দিয়ে যাতে অবৈধভাবে দুষ্কৃতীরা গাছ কেটে নিতে না পারে, বন্যপ্রাণী হত্যা না করতে পারে, সেদিকে কড়া নজর রেখেছে বনদপ্তর। এই সঙ্গে রাজ্য সরকারের সবুজশ্রী প্রকল্পের সম্পর্কে তারা বিভিন্ন পুজো প্রাঙ্গণে প্রচার চালাচ্ছেন সমস্ত মানুষজনের কাছে তারা আবেদন করছেন। পুজোর সময় জঙ্গল বাঁচাতে বনকর্মীদের সঙ্গেই আসানসোল (T) Ranger রেঞ্জ অফিসার অচিন্ত্য সরকার, গৌরাঙ্গডি বিট অফিসার সুমন্ত দাস, সরিষাতলি বিট অফিসার অসীম বাউরি, ফরেস্ট গার্ড রঘুনাথ সামন্তর মত অফিসাররা উপস্থিত থেকে কাজে গতি বাড়ান।তাদের এই কাজকে কুর্নিশ জানিয়ে সম্মানিত করে চিত্তরঞ্জনের ফতেপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি। পুজো কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি প্রফুল্ল চন্দ্র নায়ক , সাধারণ সম্পাদক অমিত শর্মা , সম্পাদক দেবব্রত সৌ মন্ডল সহ অন্যান্য কর্মকর্তারা।