কলকাতা ব্যুরো: রাজ্য সরকার কেজি প্রতি আলুর দাম ২৫ টাকা বেঁধে দিয়েছে।কোথাও বেশি দামে আলু বিক্রি কিংবা মজুত করে রাখা হচ্ছে কিনা তা দেখতে পশ্চিম বর্ধমানের নিয়ামতপুরেের কয়েকটি বাজারে আজ হানা দেয় জেলা টাস্ক ফোর্সের টিম। দলের সদস্যরা বিক্রেতাদের ওজন যন্ত্র পরীক্ষা করে দেখেন। তেমন কোনো গড়মিল ধরা পড়েনি। তবে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে এই বিষয়ে।
প্রসঙ্গত, গত কিছুদিন ধরেই বাজারে অন্যান্য সব্জির সঙ্গে আলুর দামও যথেষ্ট চড়া। প্রায় সর্বত্রই তার দাম ৩০ টাকা কেজি। অথচ করোনা পরিস্থিতি এবং লকডাউনে আলুই বিরাট সংখ্যক পরিবারের বড় ভরসা। এই
পরিপ্রেক্ষিতেই আলুর দাম নিয়ন্ত্রণে বাজারে নামল রাজ্য।
ছবিঃ কুন্তল চক্রবর্তী