এক নজরে

#StockMarket : ইতিবাচক তবুও পার্শবর্তী বাজার সূচক

By admin

June 02, 2022

Mainak sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

কাঁচা তেল ও গ্যাসের দাম কম হওয়াতে সামান্য উপরে ভারতীয় শেয়ার বাজার । তথ্য প্রযুক্তির ও ধাতু স্টক আজ বাজারকে উপরে তুলতে সমর্থন করে । বি এস ই সেনসেক্স ৪৩৬.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৫৮১8.১১। নিফটি ১০৫.২৫ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ১৬৬২৮ এর ঘরে।

বেশ কয়েকদিন ধরেই বৈশ্বিক ইঙ্গিত গুলি আগের দিন উত্সাহজনক ছিল না এবং মার্কিন বাজারও নিচের দিকে বন্ধ হয় তার সাথে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে মন্দার আশঙ্কায় আর বি আইয়ের রেপ রেটে বৃদ্ধির ফলে বাড়ে লোণের কিস্তির দাম যার প্রভাব পরে শেয়ার বাজারে। তবে আজ ১২০ ডলার থেকে ব্যারেল প্রতি ১১৩ ডলার অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় ও পাওয়ার বিভাগের দামের পতন থেকে আস্থা অর্জন করেছে দুই বাজার সূচক।

শুধু তাই নয় টানা চতুর্থ তিন মাসে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ১ .৪ ট্রিলিয়ন টাকার বেশি সংগ্রহ হয় তাছাড়াও মে মাসে অটো সেক্টরে বিক্রিও বাজারকে উপরে যেতে শক্তি দিয়েছে, যা প্রথম হালেও হতবাক ছিল।

তবে আজ নিফটি ছিল ১৫৯০০ সাপোর্ট ও ১৬৬৮৫ র প্রতিরোধক এলাকার মধ্যেই ছিল ।দিনের শুরু করে ১৬৫৩৭ এর ঘর দিয়ে। যা দিনের সব থেকে নিচে নামে ১৬৪৪৮ এর পরই যায় সমর্থন এলাকা থেকে দিনের সর্বোচ্চ যায় ১৬৬৪৬ র দিকে।নিফটির প্রতিদিনের গতিবিধিকে নজরে রাখলে দেখা যাবে একটি ট্রেন্ড লাইন কে সমর্থন করেই চলছে , যেখানে একটি বুলিশ ক্যান্ডেল তৈরী হয়।

তবে একটি টেকসই উপরে যাওয়ার পদক্ষেপের জন্য প্রয়োজন ১৬ ,৭৫০ এর ঘরে ২০০ দিনের মুভিং গড়ের উপর সমর্থন নয় । সেই পরিস্থিতিতে, ১৭ ,১০০ এর উচ্চ লক্ষ্য আশা করা যেতে পার। ১৬ ,৪০০ এর নিচে একটি বন্ধ হলে তবে সূচকে একটি নতুন দুর্বলতা প্ররোচিত করতে পারে । অর্থাৎ সোজা কোথায় ১৬ ,৭০০ – ১৬ ,৪০০ স্তরের পার্শবর্তী এলাকায় ঘুরতে পারে সূচক।

বাজারের অস্থিরতা ২০ পয়েন্টের উপরে রয়ে যায়। গতকালের তুলনায় ২.৫১ শতাংশ কম হয় ইন্ডিয়া ভিক্সে (২০.৩২ ) যা আগামী দিনেও অস্থিরতার ই ইঙ্গিত করে।

আজ অশোক লেল্যান্ড, কানারা ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, এম অ্যান্ড এম ফাইন্যান্সিয়াল সার্ভিস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এল অ্যান্ড টি ফাইন্যান্স হোল্ডিংস, বাজাজ ফিনসার্ভ, আদানি এন্টারপ্রাইজ, কোল ইন্ডিয়া, টিসিএস এবং এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ইতিবাচক সেটআপ দেখা গেছে।

ব্যাঙ্ক নিফটি ৩৫ ,৪৭১ -এ নেতিবাচক খোলে কিন্তু 35,400 ধরে রাখতে সক্ষম হয় এবং ৩০০ -পয়েন্ট রেঞ্জে চলে যায়। এটি তার ৫০ -EMA-এর উপরে ধরে রেখেছে এবং আগের দিনের থেকে সাত পয়েন্ট কমে ৩৫ ,৬১৪ -এ বন্ধ হয়েছ।

কালকের জন্য নজরে থাকবে ডাটা ম্যাটিক্স (DATAMATICS ) কিনতে হবে ৩২৪ – ৩২৭ টার্গেট ৩৫৫ স্টপ লস ৩১০। উইপ্রো নিতে হবে ৪৭৪র ঘরে , স্টপ লস ৪৪৯ , টার্গেট ১ – ৫০০ ৫ %টার্গেট ২ – ৫১৮ ১০ % , টার্গেট ৩ – ৫৩২ ১২ %। JSW স্টিল । এন্ট্রি ৫৭৬ SL ৫২৪ টার্গেট ৬৩৩।i