২১ এর ধর্মযুদ্ধ

কোচবিহারে পাঁচজনের মৃত্যু নিয়ে সরগরম রাজনীতি

By admin

April 10, 2021

কলকাতা ব্যুরো- রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে প্রবল রক্তপাত হলো ভোটকে কেন্দ্র করে বিস্ময়করভাবে এবার আর দক্ষিণবঙ্গে বলে পরিচিত এলাকায় নয় পাঁচ পাঁচটি প্রাণ চলে গেল উত্তরবঙ্গ কোচবিহার ওই ঘটনায় সারা দেশ মরে গিয়েছে কারণ দু’পক্ষের গোলমাল সামাল দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর হামলার মুখে পরিচালনায় এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ এই অবস্থায় একদিকে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তেমনি গত কয়েকদিন ধরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরার কথা বলছিলেন। সেই বক্তব্যের পর এই এদিন কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলা হয়েছিল বলে অভিযোগ বিজেপির যদিও বাহিনী তরফে দাবি করা হয়েছে তাদের উপর হামলা করে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল তখন বাধ্য হয়ে গুলি চালান জওয়ানরা।

যদিও কোথাও হামলা হলেও আত্মরক্ষার্থে অস্ত্র ব্যবহার কিছু নিয়ম-শৃঙ্খলা রয়েছে কেন ভালো করে গুলি চালিয়ে এমনভাবে গুলি ছোড়া হল যাতে কোচবিহারের দু’জায়গায় মোট পাঁচজন মারা গেলেন সেই প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনের কাছে কোচবিহারের ঘটনায় জরুরী ভিত্তিতে রিপোর্ট তলব করেছে আর এই কোচবিহারের ঘটনা নিয়ে উত্তাপ বেড়েছে রাজনীতির কালকেই কোচবিহার হয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার নিয়ে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্য রেখেছেন।