%%primary_category%%

এক নজরে

পুলিশকে ধাক্কা

By admin

July 25, 2020

বিপর্যয় মোকাবিলা আইনে ধৃত

কলকাতা ব্যুরো: বেপরোয়া গাড়ি চালিয়ে পালানোর সময় কর্মরত পুলিশকর্মী ও সিভিক ভল্যান্টিয়ারকে ধাক্কা দেওয়ায় রৌনক আগরওয়াল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বেপরোয়া গাড়ি চালানো, কর্তব্যরত পুলিশ কর্মীকে জখম করা ও লকডাউন ভাঙ্গায় বিপর্যয় মোকাবিলা আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তিলজলা থানার পুলিশ।এ দিন সকালে সায়েন্স সিটির দিক থেকে নিজের গাড়িতে অন্য তিন বন্ধু-বান্ধবীকে নিয়ে রুবির দিকে যাচ্ছিলেন ধৃত যুবক। দ্রুত গতির গাড়িটিকে সায়েন্স সিটির কাছে দাঁড় করাতে ব্যার্থ হয়ে উত্তর পঞ্চান্নগ্রামে কর্মরত ট্রাফিক পুলিশকে সতর্ক করা হয়। সেখানে ডিভাইডার দিয়ে রাস্তা আটকে গাড়িটিকে থামানোর চেষ্টা করলে সেটি পিছনে যাওয়ার চেষ্টা করে। তখনই তাঁদের থামানোর চেষ্টা করলে এক কনস্টেবল ও এক সিভিক কর্মীকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে ওই গাড়ির চালকের বিরুদ্ধে। তিনি বন্ধুদের নিয়ে লকডাউনে শহর দেখতে বেরিয়েছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন।