এক নজরে

বিরোধীদের খোঁচা খেয়ে মোদীর অনুদান তালিকা পেশ

By admin

September 03, 2020

কলকাতা ব্যুরো : অবশেষে পিএম কেয়ারের টাকার হিসাব দিল কেন্দ্র। বিরোধী দল পিএম কেয়ারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতেই পিএম কেয়ারের হিসাব দিয়ে দিল প্রধানমন্ত্রীর দপ্তর। জানানো হযেছে, প্রধানমন্ত্রী নিজের পকেট থেকে ২.২৫ লক্ষ টাকা দিয়েছেন। উল্লেখ্য প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়ে এই তহবিল তৈরি করেন। এই ফান্ড এর সাংবিধানিক মান্যতা নেই। আর সেই কারণেই বাজেটে এই ফান্ডের টাকার লেনদেনের কোনো উল্লেখ থাকে না। অন্যান্য যে সমস্ত ফান্ড আছে তার হিসাব বাজেটে উল্লেখ করা হয়। পিএম কেয়ার ফান্ড সে ধরনের ত্রান তহবিল নয়। এই তহবিলের টাকা শুধুমাত্র করোনা মোকাবিলার কাজে ব্যাবহৃত হচ্ছে। এই ফান্ড উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নিজের পকেট থেকে ২.২৫ লক্ষ টাকা দেন। মোদী এর আগেও নিজে থেকে কন্যা শিশুদের পড়াশুনার জন্য বা গঙ্গা পরিচ্ছন্ন রাখার জন্য টাকা দিয়েছেন।কিন্তু বিরোধীদের প্রশ্ন অন্যত্র। এমনিতেই একটা তহবিল আছে যা প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সময় থেকেই চালু। সংবিধান স্বীকৃত এরকম এক ত্রাণ তহবিল থাকা সত্বেও কেন প্রধানমন্ত্রী আরও একটি ত্রান তহবিল খুললেন ? এই তহবিল সিএজি ( কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল) দিয়ে অডিট করানো হবে না । সে জন্যই একাধিকবার পিএম কেয়ার ফান্ডের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীদের প্রশ্ন, তাহলে আর পিএম কেয়ার ফান্ডের প্রয়োজনীয়তা কোথায় ?

জানা গেছে, প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের প্রয়াগ রাজে কুম্ভ মেলায় সাফাই কর্মীদের জন্য ব্যাক্তিগতভাবে ২১ লক্ষ টাকা দান করেছিলেন। সেওল শান্তি পুরষ্কার পাওয়ার পর সেই পুরস্কারের ১.৩ কোটি টাকা গঙ্গা পরিষ্কারের কাজে লাগিয়েছেন। তার স্মৃতিসৌধ নিলাম করে আরো ৩.৪০ টাকা নদী সাফাই মিশনে দান করেছেন। এছাড়াও তার উপহার নিলামে ছড়িয়ে ৮.৩৫ কোটি টাকা পেয়েছিলেন। সেটা তিনি নমামি গঙ্গে মিশনের জন্য দান করেন ।এখানে স্পষ্ট, পিএম কেয়ার নিয়ে যখন বিতর্ক চরমে তখন প্রধানমন্ত্রী আগে কোথায় কত টাকা দিয়েছেন তার একটি তালিকা পেশ করে পরিস্থিতি সামাল দিতে মরিয়া পিএমও।