কলকাতা ব্যুরো: নিজেরা করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। এবার শপথ নিয়েছেন অন্যদের জয়ী করানোর। তাই মেট্রো প্রকল্পে কাজ করা ভিন রাজ্যের দুই শ্রমিক প্লাজমা দান করলেন কলকাতা মেডিক্যাল কলেজে গিয়ে। শুভনারায়ণ সাহু এবং নিজামুদ্দিন। ইস্ট ওয়েস্ট মেট্রোর নির্মাণকারী সংস্থার কর্মী তারা। হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত অংশের কাজ করছিলেন তারা। তাদের বাড়ি বিহারে। লকডাউনের সময় বাড়ি ফিরে গিয়েছিলেন। আনলক শুরু হতেই দেশ থেকে ফিরে আসেন। কিন্তু কাজে যোগ দেওয়ার আগেই দেখা যায় তারা করোনা আক্রান্ত। তাদের আইসোলেশনে রেখে সুস্থ করা হয়। কাজে যোগ দেওয়ার জন্য প্রস্তুতিও নেন। তার মধ্যেই তারা টিভিতে প্লাজমা দানের বিষয়টি জানতে পেরে আগ্রহ প্রকাশ করেন। জানান কর্তৃপক্ষকে। তখন কর্তৃপক্ষই কলকাতা মেডিকেল কলেজের সঙ্গে যোগাযোগ করে ওই দুই শ্রমিকের প্লাজমা দানের ব্যবস্থা করেন।
কাজ করতে গিয়ে ২৬ জন কর্মী আক্রান্ত হন করোনায়। তদের হাওড়ায় আইসোলেশনে রেখে চিকিৎসা করা হয়েছে। ২১ জন সুস্থ হয়ে গিয়েছেন বাকি পাঁচ জনের চিকিৎসা চলছে। সুস্থ হওয়া দুজন কর্মী প্লাজমা দান করার আগ্রহ প্রকাশ করেন। তাদের তখন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। চলতি সপ্তাহে আরও এক কর্মীর প্লাজমা দেওয়ার কথা। করোনাকে জয় করা এমন ছ’জন প্লাজমা দান করবেন বলে জানিয়েছেন।কেএমআরসিএলের জেনারেল ম্যানেজার এ কে নন্দী বলেন, “খুবই প্রশংসনীয় কাজ করেছেন ওই দুই কর্মী। তাদের দেখে অন্য যারা কোভিডকে জয় করেছেন তারা উৎসাহ পাবেন প্লাজমা দানের জন্য।”