কলকাতা ব্যুরো: ফুলবাগান থানার নারকেলডাঙ্গা মেন রোডে আজ ভোরে একটি বহুতলের নিচে মৃত এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। দেহে থেঁতলানো অবস্থায় রক্তের দাগ রয়েছে। রাম কিশোর আগারওয়াল (৭৩) ওই বহুতলের তিনতলার আবাসিক। পুলিশ দেহ ময়না তদন্তে পাঠিয়েছে।
পুলিশ জানায় কয়েকদিন আগে অসুস্হ বোধ করায় তাঁর করনা পরীক্ষায় পজেটিভ ধরা পড়ে। ওই বৃদ্ধ এবং তাঁর পরিবারের সবাই হোম কোরেনটাইনে ছিলেন। ফ্লাটে ওনার স্ত্রী, ওনার দুই ছেলে ও দুই পুত্রবধূ কে নিয়ে তিনি থাকতেন। বছর দুয়েক আগে দু কোটি টাকা দিয়ে এই ফ্ল্যাটটি প্রমোটারের থেকে কিনেছিলেন ওই বৃদ্ধ। কিন্তু সরকারিভাবে তার পজেসন পাচ্ছিলেন না। বিক্রেতার কাছে প্রতারিত হয়েছিলেন বলে অভিযোগ।
তবে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদে ও সিসিটিভি দেখে পুলিশ জেনেছে, এদিন ভোর রাতে সাড়ে তিনটায় নাগাদ সিসিটিভি ফুটেজে লিফটের ওঠানামা দেখা গিয়েছে।