এক নজরে

ভারতবর্ষের মানুষকে অধিকার ফিরিয়ে দিতে হবে, স্বাধীনতা দিবসে কেন্দ্রকে নিশানা বিমান-সেলিমদের

By admin

August 15, 2022

কলকাতা ব্যুরো: ৭৫ তম স্বাধীনতা দিবসে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিমান বসু, মহম্মদ সেলিমরা। এদিন সিপিএমের রাজ্য দফতর মুজাফফর আহমেদ ভবনে স্বাধীনতা দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, শ্রীদীপ ভট্টাচার্য সহ অন্যান্য নেতারা। বেলেঘাটা গান্ধী ভবনের সামনেও বামেরা স্বাধীনতা দিবস পালন করে।এদিন বিমান বসু বলেন, ভারতের সংবিধান আক্রান্ত হচ্ছে। খর্ব হচ্ছে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার। ভারতবর্ষের মানুষকে সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। তাই আমাদের নতুন ভাবে শপথ নিয়ে একজোট হতে হবে। ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র। এদিন বিজেপি-মোদিকে নিশানা করে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, আরএসএস-এর পরিবার ছাড়া বিজেপি চলবে না। সেই পরিবারতন্ত্রের কথাই এদিনের ভাষণে বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কালো টাকা ইস্যুতে তাঁর কটাক্ষ, যিনি নীরব মোদীর ব্যবস্থা নিচ্ছেন না, তিনি নাকি কালো টাকা উদ্ধার করবেন!সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, দেশের সমস্ত আর্থিক সম্পদ বিক্রি করা হচ্ছে। মোদি বলছিলেন, প্রত্যেকের জন্য ঘর হবে। আজ বলছে, হর ঘর তিরঙ্গা। মানুষের ঘর কই যে তিরঙ্গা তুলবে? ঘর ঘর তেরঙ্গা নয়, হার দিল মে তেরঙ্গা থাকতে হবে। আজ লালকেল্লা প্রধানমন্ত্রী হিসাবে নয় নরেন্দ্র মোদি হিসাবে বক্তৃতা করেছেন উনি। বহু ভুলভাল কথা বলেছেন। ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে।