কলকাতা ব্যুরো : অধিবাসী দিবসের বেসরকারি অনুষ্ঠান উদ্বোধন করেছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তাহলে সরকারি অনুষ্ঠান এ থাকলেন না কেনো ? রাজনৈতিক মহলে প্রশ্নটা ঘোরাফেরা করছে। অদ্ভুত ব্যাপারখানা হলো বিশ্ব আদিবাসী দিবসের বিজ্ঞাপনে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নাম ছিল পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগে হুল দিবস এও অ্যাকশন রিপ্লে হয়েছে। তারা পৃথক অনুষ্ঠান করেছেন। একি শুভেন্দু র বিদ্রোহী সত্ত্বা ?
এদিকে ঝাড়গ্রাম এ হাজির আর সরকারি অনুষ্ঠান এ শুভেন্দু র না নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছেন তৃণমূল। দলে এখন পর্যবেক্ষক নেই। আগে ঝাড়গ্রাম এ পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু। পরে পার্থ চট্টোপাধ্যায় কেও দল তার সঙ্গে জুড়ে দেয়। তখন থেকেই দলে আলোচনা আরম্ভ হয় এই দুজনের সম্পর্ক নিয়ে। এবার ও সেই এক গতে চললো। হুল দিবসের অনুষ্ঠান এও পার্থর সঙ্গে এক মঞ্চে রইলেন না শিশির পুত্র।
নতুন কমিটি তে একক ভাবে কোনো দায়িত্ব পান নি শুভেন্দু। এদিকে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় ৫ কিমি দূরে পৃথক আদিবাসী অনুষ্ঠান এ হাজির তিনি। এ দিন ঝাড়গ্রাম পৌঁছলে বিশাল বাইক মিছিল করে স্বাগত জানানো হয় শুভেন্দু কে। তিনি ঘোষণা করেন এই অনুষ্ঠানের মত ভবিষ্যৎ এও আদিবাসীদের সঙ্গে থাকবেন