এক নজরে

আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে পার্থ ঘনিষ্ঠ প্রসন্ন রায়

By admin

August 29, 2022

কলকাতা ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রসন্ন রায়কে ফের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ৫ সেপ্টেম্বর ফের অভিযুক্তকে আদালতে তোলা হবে।

সোমবার ধৃতের আইনজীবীর অভিযোগ, জোর করে বিভিন্ন কাগজে সই করানো হচ্ছে তাঁদের মক্কেলকে দিয়ে। এসএসসি নিয়োগ দুর্নীতিতে গত জুলাই মাসের শেষ সপ্তাহে ইডি’র হাতে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা, বিদেশি মুদ্রা, গয়নাগাটি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। তারপর থেকে জালে একের পর এক অভিযুক্ত।

সূত্রের খবর, প্রদীপকে জেরা করেই প্রসন্ন কুমার রায়ের খোঁজ পান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তারপর নিউটাউনে হানা দেয় সিবিআই। শুক্রবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। ধৃতকে শনিবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। সেই সময় সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। সোমবার ফের আদালতে তোলা হয় প্রসন্ন রায়কে। এদিন ফের ধৃতকে ৭ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে প্রসন্ন রায়ের আইনজীবী দাবি করেন, সিবিআই হেফাজতে রীতিমতো মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে তার মক্কেলের উপর। জোর করে তার মুখে বক্তব্য বসানো হচ্ছে বলে অভিযোগ। এমনকী জোর করে কিছু নথিতে সই করানো হয়েছে বলেও দাবি করেন তিনি।