রিভিউ

গ্রাম্য জীবনের হাসি-কান্নার চালচিত্র নিয়ে ওয়েব সিরিজ: ‘পঞ্চায়েত’

By admin

September 18, 2020

ইন্দ্রনীল বসু

ইংরাজিতে একটা কথা আছে। ফিশ আউট অফ ওয়াটার। হিন্দিতে যাকে বলে জল বিনা মাছলি। অভিষেক ত্রিপাঠি ( জিতেন্দ্র কুমার ) পঞ্চায়েত ওয়েব সিরিজে তাই। শহুরে ছেলে। কম্পিউটার, মোবাইল আর ইন্টারনেটে অভ্যস্থ। শহরে জন্ম,কর্ম, বড় হয়ে ওঠা। চোখে স্বপ্ন। আইআইএম বা সিএটি পরীক্ষা দিয়ে নামি কোম্পানিতে বড় চাকরি করার। হলো না। না ইন্ডিয়ান ইনস্টিটিউট আফ ম্যানেজমেন্ট না ক্যাট। কবে একটা গ্রামের পঞ্চায়েত অফিসার হবার পরীক্ষা দিয়েছিলো। চাকরি পেয়ে গেলো সেখানেই। ল্যাও ঠেলা। চাকরির যা বাজার। ছাড়া তো যায় না। অতএব আমাদের নায়ক এসে হাজির উত্তরপ্রদেশের ফুলেরা গ্রামে। পদ-পঞ্চায়েত অফিসার ।

ঝক্কি বলে ঝক্কি। থাকার তো জায়গা নেই। তাই পঞ্চায়েত থেকে পঞ্চায়েত অফিসেই থাকার জায়গা করে দিলো। যাহাই অফিস তাহাই বাড়ি। তার ওপর আলো নেই বললেই চলে। রাত শুনশান। টিম টিম বাতি জ্বলে। মশা পেল্লাই সাইজের। কি কামড় তার। অফিস খুললে আজব সব কান্ড কারখানা। কোথাও ভূতের ভয়ে গ্রামবাসীরা যেতে পারছে না অথবা স্বামী স্ত্রীতে নবজাতকের নাম কি দেওয়া হবে তাই নিয়ে ঝগড়া চলছে। সবই সামলায় অভিষেক ত্রিপাঠি সাহেব। গ্রামের সব আজব নিয়ম কানুন। পিতৃতান্ত্রিক ব্যবস্থা। মহিলা সংরক্ষিত পঞ্চায়েত। সরপঞ্চ মঞ্জু দেবী। কিন্তু সে লেখাপড়া জানে না। তার জায়গায় পঞ্চায়েত চালান প্রধান পতি অর্থাৎ মঞ্জু দেবীর স্বামী ব্রিজ ভূষণ ( রঘুভির যাদব )। জীবন শহরের ছন্দে চলে না । বিরক্ত লাগে অভিষেকের। কথা হয় ফোনে এক বন্ধুর সঙ্গে। কর্পোরেট সেক্টরে কাজ করে। বন্ধু তাকে সাহস জোগায়। বলে তুমি গ্রামোন্নয়নের কাজ করছো। মনে মনে খারাপ লাগে । সে ও রাতে এমবিএ-র পড়া করে। কী হবে ? এমবিএ পরীক্ষায় পাস করবে ? গ্রাম ছেড়ে কি চলে যাবে অভিষেক ?

প্রাইম ভিডিওতে দেখুন ওয়েব সিরিজ ” পঞ্চায়েত” । গ্রামের জীবন। গ্রামের মানুষের সারল্য। গো বলয়ে গ্রামের মানুষের সুখ , দুঃখ, আশা, আখাঙ্ক্ষা, ভয়, ভালোবাসা ফুটে উঠেছে এই ওয়েব সিরিজে। হালকা মেজাজের ছবি । দেখতে ভালো লাগবে। ভালো লাগবে নিনা গুপ্তা, রঘুবির যাদব আর জিতেন্দ্র কুমারের অভিনয়।

রেটিং ৭/১০