এক নজরে

কলকাতার বাজারে ঢুকলো পদ্মার ইলিশ

By admin

September 15, 2020

কলকাতা ব্যুরো: আজ থেকেই কলকাতার বাজারগুলিতে ঢুকলো পদ্মার ইলিশ। প্রথম দফায় ঢুকেছে ১২ টন ইলিশ, যার মধ্যে কলকাতায় এসেছে ৩ টন। ৩ টন ইলিশের মধ্যে পাতিপুকুর, হাওড়া এবং শিয়ালদহ মাছ বাজারে এসেছে ১ টন করে ইলিশ। সেখান থেকেই তা যাবে শহরের অন্যান্য বাজারে। বাকিটা যাচ্ছে জেলায়।

ছবি- কুন্তল চক্রবর্তী

১০ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গে ১ হাজার ৪৫০ টন ইলিশ পাঠাবে বাংলাদেশ। ৮০০ থেকে ১২০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি শুরু হয়েছে ১০০০ থেকে ১৫০০ টাকা কেজি দামে। বাজারে পদ্মার কাঁচা ইলিশের পর্যাপ্ত জোগানে খুশি ক্রেতা থেকে বিক্রেতারা। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর, গত বছরই পুজোর আগে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল শেখ হাসিনা সরকার।