এক নজরে

#StockMarket: ভারতীয়দের মার্কিন বাজারে বিনিয়োগে সুযোগ

By admin

March 08, 2022

শেয়ার বাজার কে নিয়মিত আয়ের উৎস করতে যোগাযোগ

মৈনাক শর্মা8759689108 (call and WhatsApp)

এইবার করা যাবে মার্কিন বাজারে বিনিয়োগ। সম্প্রতি এমনই সুবিধা আনতে পারে এন এ সি ও বি এসি। অর্থাৎ ভারতীয়র বাজারে বসেই ডি ম্যাট একাউন্ট দিয়েই কিনতে পারেন মার্কিন কোম্পানির স্টক।

এন এ সি ইন্টারন্যাশনাল যা সম্পুর্ণ ভাবে নেশানাল স্টক এক্সচেঞ্জের অধিনস্ত মার্চ মাস থেকেই ভারতীয়র দের জন্যে মার্কিন স্টক গুলিতে বিনিয়োগে সুযোগ করেছে । এই নতুন উদ্যোগের নাম NSE IFSC US স্টক। এই সুবিধার আওতায় ভারতীয়রা মোট আটটি মার্কিন কোম্পানির স্টকে আপাতত লেনদেন করতে পারে যা পরে বাড়িয়ে করা যেতে পারে ৫০ টি।

দেশে এই ধরনের পরিষেবা প্রথম নয়। এর আগেও ইন্ডিয়া আই এম এক্স গ্লোবাল অ্যাকসেস বি এস ই র হাত ধরে শুরু করে মার্কিন বাজারে বিনিয়োগ করবার পরিষেবা। তবে মার্কিন বাজারে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করা যাবে না বিনিয়োগ। কারণ ডি আই আই গুলি এখনও বিদেশি বিনিয়োগে ছাড় পত্র পায়নি সেবীর থেকে।

*এই বার জানা যাক কি ভাবে পেতে পারেন পরিষেবা।

মার্কিন বাজারে বিনিয়োগ করবার আগে বিনিয়োগ কারীদের অবশ্যই গুজরাটের ডিপোজিটরি তে একটি ডি ম্যাট একাউন্ট খুলতে হবে বা দেখতে হবে যে কোন ব্রোকার তার অংশ । যদিও বড়ো ব্রোকার গুলি NSC IFSC থেকে তাঁদের কার্যক্রম শুরুও করে দিয়েছে।

অর্থাৎ NSC IFSC তে নথিভুক্ত ব্রোকারের সদস্যতা লাভ করলেই মালিক হতে পারেন google, আমাজন, Netflix এর মতোন কম্পানি-র।