রাখি উৎসবের দিনই কয়লা পাচার কাণ্ডে অনুব্রতর হাতে লোহার রাখি সিবিআইয়ের

By admin

August 11, 2022

কলকাতা ব্যুরো: ঘন ঘন সিবিআই তলবের জেরে গত কয়েকদিন ধরেই রাতের পর রাত চোখের পাতা এক করতে পারছিলেন না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এসএসকেএম থেকে তাঁকে ফিরিয়ে দেওয়ার পরেও জেলার সরকারি হাসপাতালের ডাক্তারও অনুব্রতকে ভর্তি নেওয়ার সুপারিশ করেননি বরং তাঁকে দেখে তিনি জানিয়েছিলেন, অনুব্রতর ভিতরে মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে। ফলে রাতে ঘুম না হওয়াটাই স্বাভাবিক।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে কেষ্টর দুশ্চিন্তা আরও বেড়ে গিয়েছিল। সে-কারণে বুধবার রাতে সারারাত বিছানায় এপাশ-ওপাশ করে কাটিয়েছেন বলে সূত্রের খবর।

বৃহস্পতিবার রাখিবন্ধনের দিন। অন্যান্য বারের মতো দলীয় অফিসে বসে পার্টির কর্মী-সমর্থকদের কাছ থেকে রাখি পরতেন তাঁদের প্রিয় কেষ্টদা। রাতে ঘুম না হওয়ায় এদিন সকালে উঠতেও দেরি হয়ে যায়। কিন্তু তার আগেই তাঁর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। কেষ্টকে প্রায় ঘুম থেকে ডেকে তুলে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই কর্তারা।

অনুব্রতর কাছে সিবিআইয়ের প্রশ্ন-

• আপনি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কি গরু পাচারের সুবিধাভোগী?

• গরু পাচারের টাকা বখরা কি আপনার কাছে আসত?

• গরু পাচারে অভিযুক্তদের আপনি কি চিনতেন?

• যদি চিনতেন তাহলে তাঁদের সঙ্গে আপনার কী সম্পর্ক ছিল?

• গরু পাচারের টাকা কীভাবে বাঁটোয়ারা হত, সে সম্পর্কে কি আপনি কিছু জানতেন?

কিন্তু এই সব প্রশ্নেরই উত্তর দিতে টালবাহানা করেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। কোনও প্রশ্নেরই সদুত্তর না দেওয়ায় প্রায় দেড় ঘণ্টা পর বাড়ি থেকে গ্রেফতার করে তাঁকে নিয়ে যায় সিবিআই।

সূত্রের খবর, আজই তাঁকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে। প্রসঙ্গত, প্রায় ১ কোম্পানি আধাসামরিক বাহিনীর জওয়ান নিয়ে সিবিআই তৃণমূল নেতার বাড়িতে এলেও দলের পক্ষ থেকে কোথাও কোনও বিক্ষোভের মুখে পড়তে হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়ের মতোই মমতা-ঘনিষ্ঠ অনুব্রতকেও অবশেষে ঘাড় থেকে ঝেড়ে ফেলল তৃণমূল? তবে তার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।