এক নজরে

ভাসছে তিন জেলা

By admin

September 15, 2020

কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গের জলছবি। একদিনে প্রায় ৩০০ মিমি বৃষ্টি। জলে ভাসছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। কোথাও কোথাও ব্রিজ ভেঙেছে। কোথাও রাস্তার ওপর নদী উঠে এসেছে। কোন কোন শহরে নৌকা চলছে। বৃষ্টি অবিরাম হয়েই চলেছে।

প্রবল বৃষ্টি ভুটানেও। পাহাড় থেকে গড়িয়ে নেমে আসা জলে উত্তরবঙ্গের এই জেলাগুলির নদীগুলো দুকূল ছাপিয়ে বইছে। পুজোর আগে বন্যা পরিস্থিতি হয়ে যেতে পারে।