কলকাতা ব্যুরো: আর শুধু দুই রাজ্যের পুলিশের মধ্যেই আটকে থাকলো না তাল ঠোকাঠুকি। পাটনার পুলিশ সুপার বিনয় তেওয়ারিকে মুম্বাইয়ে তদন্তে গেলে মুম্বাই পুরসভার তাঁকে কোয়ারইন্টাইনে পাঠানোর অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
তিনি বলেন, যা ঘটেছে তা ঠিক হয়নি। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। বিহার পুলিশ সেখানে ডিউটি করতে গিয়েছিল। আমাদের ডিজি ওঁদের সঙ্গে কথা বলছেন।
বিহারের মুখ্যমন্ত্রীর এই অবস্থানের পর এবার মহারাষ্ট্র পুলিশের ভূমিকা কি হয় তা নিয়ে জল্পনা বেড়েছে।
সুশান্ত সিং রাজপুত অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে দল নিয়ে রবিবার রাত ১১ টা নাগাদ মুম্বাই পৌঁছান পুলিশ সুপার বিনয়। কিন্তু পৌঁছনোর পরেই তাঁর হাতে সিলমোহর দিয়ে বাইরে থেকে আসা চিহ্নিত করে পুলিশ সুপারকে কোয়ারইন্টাইনে পাঠিয়ে দেয় মুম্বাই পুরসভা। যা নিয়ে গভীর রাতে ট্যুইট করে ক্ষোভ উগরে দেন বিহারের ডিজি। রাজপুত মামলায় দুই রাজ্যের পুলিশের এই দড়ি টানাটানি এখন পিছনে ফেলে দিয়েছে মূল ঘটনাকে।