কলকাতা ব্যুরো: দেশে জঙ্গী কার্যকলাপ বাড়তে থাকায় জাতীয় তদন্তকারী সংস্থার কাজকর্ম আরো দ্রুততার সঙ্গে করতে এনআইএর নতুন তিনটি শাখা তৈরির অনুমোদন দিলো কেন্দ্রীয় সরকার। ইম্ফল, রাচি এবং চেন্নাইয়ে এই তিনটি শাখা তৈরি হবে। এনআইএর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নেওয়ায় তদন্তে গতি আরো বাড়বে। একইসঙ্গে কোন জায়গায় কোন ঘটনা ঘটলে সেখানে দ্রুত পৌঁছতেও সুবিধা হবে তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের। বর্তমানে কলকাতা, গুয়াহাটি, মুম্বাই, হায়দ্রাবাদ, জম্মু, লখনৌ, কোচি, রাইপুর এবং ছত্রিশগড়ে এনআইএর শাখা অফিস ছাড়াও দিল্লিতে হেডকোয়ার্টার রয়েছে।
নতুন তিনটি জায়গায় যে শাখা খোলা হচ্ছে সে ক্ষেত্রে কলকাতা অফিসের চাপ কমবে বলে আশা তদন্তকারীদের। কেননা ঝাড়খন্ডে এখন কোন ঘটনা ঘটলে তা দেখার দায়িত্ব কলকাতার। একইসঙ্গে গুয়াহাটিতে শাখা থাকলেও উত্তর পূর্বাঞ্চলে কোন ঘটনায় কলকাতা থেকে প্রয়োজনীয় সহায়তা করতে হয়। সেখানে এই অবস্থায় নতুন তিনটি শাখা মধ্যে অন্তত দুটি শাখা খোলায় কলকাতা অফিসের কাজের সুবিধা অনেক বাড়বে বলে মনে করছেন তদন্তকারীরা।