%%sitename%%

এক নজরে

বামেদের শিক্ষানীতির সঙ্গে তুলনা শুরু কেন্দ্রের নয়া নীতির

By admin

July 29, 2020

কলকাতা ব্যুরো: পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় শিক্ষার সমালোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই। কেউ কেউ মনে করছেন, এটা এরাজ্যে জ্যোতি বসুর নেতৃত্বে বাম জমানায় ইংরেজি তুলে দেওয়ার পথেই এবার হাঁটতে চলেছে কেন্দ্র। সিদ্ধার্থ বসু যেমন বলছেন, আমাদের বিভিন্ন মাতৃভাষা আছে। ট্যান্সফারেবল জবও আছে অনেকেরই। ইংরেজি সেখানে যোগাযোগের ভাষা। সেটাকে খাটো করা হলে শিক্ষা ক্ষেত্রে একটা গোলমাল তৈরি হবে।