এক নজরে

মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াডে সোনা জিতলেন ভারতের নীলকন্ঠ ভানু প্রকাশ

By admin

August 26, 2020

কলকাতা ব্যুরো : নাম নীলকন্ঠ ভানু প্রকাশ। বয়স ২০। হায়দ্রাবাদের বাসিন্দা। মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন। লন্ডনে মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াডে সবাইকে অবাক করে দিয়ে এই কুড়ি বছরের ছেলেটি সোনা জিতে এলেন ভারতের হয়ে। ১৩ টি দেশের ২৯ জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিল্লির সেন্ট স্টিফেনস কলেজের এই ছাত্র সবাইকে আক্ষরিক অর্থেই মন্ত্রমুগ্ধ করে দিয়েছেন।

আমার ৪ টি ওয়র্ল্ড রেকর্ড আর ৫০ টি লিমকা রেকর্ড আছে একজন হিউম্যান ক্যালকুলেটর হিসাবে” পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারে এই কথাই জানিয়েছেন ভানু প্রকাশ।

মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াডে ইংল্যান্ড, ফ্রান্স,জার্মানি, গ্রীস, লেবাননের মত দেশ থেকে মোট ৩০ জন অংশ নিয়েছিলেন। সবথেকে বয়স্কো প্রতিদ্বন্দ্বী ছিলেন ৫৭ বছরের। কিন্তু কেউই ভানু প্রকাশের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারেনি। যে মানুষটিকে নিয়ে কিছুদিন আগে একটি বায়োপিক হয়ে গেলো সেই শকুন্তলা দেবিকেও ভানু প্রকাশ পেছনে ফেলে দিয়েছেন তার দ্রুত গণনার ফলে। এই প্রথম কোনো ভারতীয় এই ধরনের মেন্টাল অলিম্পিয়াডে সোনা জিতলেন।

পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারে ভানুপ্রকাশ জানান, তার স্বপ্ন ভিশন ম্যাথ ল্যাব তৈরি করে গণিতের ওপরে লক্ষ লক্ষ ছেলেমেয়েদের উৎসাহ বাড়িয়ে তোলা যাতে তারা অঙ্ক শাস্ত্রকে ভালোবাসতে শেখে।

ভানু প্রকাশের মতে, সরকারি স্কুলের ৪ জন বাচ্চার মধ্যে তিন জনই অঙ্ককে ভয় পায়। ভানুর মতে, কোনো দেশকে এগিয়ে যেতে হলে অঙ্ক শাস্ত্র ততটাই জরুরি যতটা সাক্ষরতা।

ভানুর পরিবার ভীষণ খুশি তার কৃতিত্বে। ভানুর বাবা শ্রীনিবাস বলেই ফেললেন, ভানু শুধু আমাদের নয়, ভারতবর্ষের গর্ব।