এক নজরে

কলকাতায় নজরুলের ঠিকানা বদলেছে বারবার

By admin

May 24, 2023

বিদ্রোহী কবি নজরুল ইসলাম কলকাতায় দীর্ঘকাল বসবাস করলেও কোথাও তিনি বেশিদিন থাকেনন নি। বারেবারেই তাঁর ঠিকানা বদল হয়েছে।১৯১৭ সালে নজরুল সৈন্যদলে নাম লেখানোর জন্য প্রথম কলকাতায় আসেন। তখন এসে উঠেছিলেন ৭১, কৈলাস বোস স্ট্রিট। সৈন্যদলে যুক্ত হয়ে তিনি চলে যান ফোর্ট উইলিয়াম, পরবর্তীতে তিনি চলে যান করাচিতে।

নজরুলের ব্রিটিশ-বিরোধী কবিতা প্রকাশিত হলে ব্রিটিশ সরকার তাঁকে গ্রেফতার করার পরিকল্পনা করে, খবর পাওয়া মাত্র মুজফ্‌ফর আহমদ নজরুলকে কুমিল্লায় পাঠিয়ে দেন। যদিও নজরুল ১৯২২ সালে কুমিল্লা থেকেই গ্রেফতার হন। এর ফলে নজরুলকে বেশ কিছুদিন প্রেসিডেন্সি, আলিপুর ও হুগলি জেলে থাকতে হয়েছিল। পরবর্তী সময় খুব সামান্য দিনের জন্য হলেও নজরুল ৯৩/১এ বৌবাজার স্ট্রিট ও ৭ প্রতাপ চ্যাটার্জি লেনের বাড়িতে বসবাস করেছিলেন।

১৯২৪ সালে নজরুল ও প্রমীলা দেবীর বিবাহ হয় ৬ হাজী লেনে। বিয়ের পর নজরুল ও প্রমীলা ১৯২৬-২৭ পর্যন্ত কৃষ্ণনগরে ছিলেন। ফের তাঁরা কলকাতায় ফিরে এসে ওঠেন ১৫, জেলিয়াটোলা স্ট্রিটে। পরবর্তীতে নজরুল ও প্রমীলা বাসা বদল করে ওঠেন ১১ ওয়েলসলি স্ট্রিটে। সেখান থেকে নজরুল সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে গিয়ে ওঠেন ৮ পানবাগান লেনের বাড়িতে। আবার বাসা বদল করেন নজরুল, এবার ৩৯/২ মসজিদ বাড়ি স্ট্রিট

১৯৩০ সালে ফের কবিতা লেখার অপরাধে নজরুল গ্রেফতার হন ওই ৩৯/২ মসজিদ বাড়ি স্ট্রিটের বাড়ি থেকে। জেল থেকে বেরিয়ে ১৯৩১ সালে ৩৯ সীতানাথ রোডের বাড়িতে বসবাস শুরু করেন। ১৯৩৯ সালে আবার ঠিকানা বদল, এবার নজরুলের আস্তানা হয় ৫৩ জি হরি ঘোষ লেন। এখান থেকেও তিনি চলে যান ১৫/৪ শ্যাম স্ট্রিট। এরপর অসুস্থ হয়ে নজরুল মধুপুরে যান, ফিরে এসে কয়েকমাস ছিলেন ২ নাটোর পার্কে।

পঞ্চাশের দশকের প্রথম দিকে কবির বাসস্থান ছিল ১৬ রাজেন্দ্রলাল স্ট্রিট। ষাটের দশকের প্রথম কয়েক বছর তিনি বসবাস করেন ১৫৬ মন্মথ দত্ত রোডে। এই বাড়িতেই কবি পত্নী প্রমীলা দেবী প্রয়াত হন। ১৯৬৩ সালে সম্বিৎহারা কবিকে রাখা হয় ক্রিস্টোফার রোডের বাড়িতে। ১৯৭২ সালে বাংলাদেশে যাবার আগে পর্যন্ত কবি নজরুল ইসলাম এই বাড়িতেই ছিলেন।

এছাড়াও নজরুল নানা সময়ে কলকাতার কিছু অফিস ও বাড়িতে রাত্রি যাপন করেছিলেন। সেগুলি হলো ৮ জ্যাকেরিয়া স্ট্রিট, ৩৮ কর্নওয়ালিস স্ট্রিট, ৬/৪ দ্বারকানাথ ঠাকুর লেন, ৭৯ বলরাম দে স্ট্রিট, ১০/১ আরপুলি লেন, ১০/২ পটুয়াটোলা লেন, নয়ন চাঁদ দত্ত স্ট্রিট, ৫৫ মানিকতলা স্ট্রিট, ৩৭ হ্যারিসন রোড, ২/১ ইউরোপিয়ান অ্যাসাইলাম লেন, ১৬ বিবেকানন্দ রোড, ৯২/১ গ্রে স্ট্রিট, ১২৩ লোয়ার সারকুলার রোড ইত্যাদি। তবে নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এতগুলি ঠিকানা এবং এত নজরুল প্রেমী থাকা স্বত্বেও কোনও স্মৃতিচিহ্ন নেই তা রক্ষারও   উদ্যোগ নেই।