এক নজরে

পরীক্ষা পিছতে নবীনের ফোন মোদিকে

By admin

August 27, 2020

কলকাতা ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় বা কংগ্রেস শুধু নয়, এবার নবীন পটনায়েকের মতো বিজেপি পন্থীরাও এবার জেইই এবং নিট পিছনোর দাবি তুললেন। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন আজ সকালে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। যদিও কংগ্রেস সভাপতির কালকের অবিজেপি মুখ্যমন্ত্রীদের নিয়ে এই ইস্যুতে ডাকা বৈঠকে ছিলেন না নবীন।

মহামারি পরিস্থিতিতে এই দুটি পরীক্ষা আপাতত পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রীকে। অন্য বিরোধী নেতাদের মতোই এ ক্ষেত্রে নবীনও মনে করেন সংক্রমণ যে ভাবে ছড়াচ্ছে তাতে এখন ওই পরীক্ষাগুলি নেওয়া হলে রোগ আরও ছড়ানোর আশঙ্কা বাড়বে। তাই সেপ্টেম্বরের বদলে তা আরও পিছনোর দাবি তোলা হয়েছে।

বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীর ডাকে অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকেও এই ইস্যুতে প্রয়োজনে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার দাবিও তোলা হয়েছে ওই বৈঠকে।