এক নজরে

এখনো অতি সংকটে সৌমিত্র

By admin

October 28, 2020

কলকাতা ব্যুরো: এখনো অতি সংকট বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত ২৪ ঘন্টায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। প্রবীণ এই অভিনেতাকে রাখা হয়েছে সম্পূর্ণ ভেন্টিলেশনে। তার সেকেন্ডারি ইনফেকশনই চিকিৎসকদের দুশ্চিন্তায় রেখেছে বলে হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে।সৌমিত্র চট্টোপাধ্যাযের ফুসফুসের সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে করা গেলেও রয়েছে নিউমোনিয়ার সমস্যা। রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণও বেড়ে চলেছে। ঠিকমতো কাজ করছে না কিডনিও। এই পরিস্থিতিতে তাঁর চিকিৎসার ক্ষেত্রে আরো নতুন কিছু পদক্ষেপ করার চিন্তাভাবনা করছেন তাঁর জন্য গড়া মেডিকেল বোর্ড। আলোচনা করা হচ্ছে বিদেশের বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গেও। কোভিড-১৯ পজিটিভ চিহ্নিত হবার পর থেকে গত প্রায় এক মাস ধরেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফেলুদা। তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন তাঁর গুণমুগ্ধ অগণিত ভক্ত।